নয়াদিল্লি: বিশ্বকাপ জয়ের নিরিখে বিশ্বের সফলতম জাতীয় ফুটবল দল ব্রাজিল (Brazil Football Team)। সেই দলই এবার নির্বাসনের মুখে পড়তে পারে। রবিবার, ব্রাজিলিয়ান জাতীয় ফুটবল দল এবং দেশের সমস্ত ক্লাবগুলির উদ্দেশে কড়া বার্তা দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা (FIFA)। ঘটনাটা ঠিক কী?


রিও দে জেনেইরোর এক কোর্ট ব্রাজিলিয়ান ফুটবল সংস্থার প্রধান এডনাল্ডো রডরিগেজ এবং কার কমিটির সকল সদস্যকে অপসারিত করার কথা ঘোষণা করে। সভাপতি নির্বাচনে দুর্নীতির জেরে ৭ ডিসেম্বর কোর্টের তরফে এই রায় দেওয়া হয়। গত সপ্তাহে ব্রাজিলের দুই সর্বোচ্চ আদালতও এই সিদ্ধান্ত বহাল রাখে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে হোসে পার্দিসের তত্ত্বাবধানে পুনরায় নির্বাচন এবং বোর্ড গঠনেরও নির্দেশ দেয়। 


কিন্তু ফিফা কখনই তাঁদের অন্তর্গত ফেডারেশনের কোনও কাজেই কোনও দেশের সরকার বা অন্য কারুর হস্তক্ষেপ সমর্থন করে না। ফিফার তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তাঁরা ফুটবল ফেডারেশনে দেশের কোর্টের এই হস্তক্ষেপ করাকে একেবারেই ভাল নজরে দেখছে না। যদি কোর্টের নির্দেশ অনুসারে জানুয়ারি মাসে নির্বাচন হয়, তাহলে সেক্ষেত্রে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে তাঁরা নির্বাসিতও করতে পারে। 


রবিবার ফিফা এবং লাতিন আমেরিকান ফুটবল সংস্থা কনমেবলের তরফে যে চিঠি ব্রাজিল ফেডারেশনকে পাঠানো হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে ফিফা এবং কনমেবল মিলিতভাবে এই সমস্যা খতিয়ে দেখার দন্য ৮ জানুয়ারির মধ্যে একটি কমিশন গঠন করবে। 


ফিফার তরফে ব্রাজিলিয়ান সংস্থাকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে লেখা, 'ফিফা এবং কনমেবলের তরফে দৃঢ়ভাবে জানানো হচ্ছে যে অনুমতি ছাড়া ব্রাজিলিয়ান ফুটবল সংস্থার কোনওরকম নির্বাচন বা নির্বাচনের নির্দেশ দেওয়া যাবে না। এই নির্দেশকে সম্মান জানানো না হলে ফিফার এই গোটা বিষয়টিকে নিজেদের কমিটির হাতে তুলে দেওয়া ব্যতীত আর কোনও বিকল্প থাকবে এবং সেটা শেষমেশ নির্বাসন অবধিও গড়াতে পারে। ব্রাজিল ফুটবল সংস্থাকে নির্বাসিত করা হলে, যতদিন না পর্যন্ত সেই নির্বাসন উঠছে, তাঁরা সদস্য হিসাবে নিজেদের সমস্ত অধিকার হারাবে। অর্থাৎ কোনও ব্রাজিলিয়ান ফুটবল সংস্থার প্রতিনিধি বা ক্লাব কোনও আন্তর্জাতিক মানের টুর্নামেন্টেও অংশগ্রহণ করতে পারবে না।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: ব্যাটে শান্তির বার্তা দিতেও মানা! আইসিসির বিরুদ্ধে বিস্ফোরক অজ়ি তারকা উসমান খাওয়াজা?