দোহা: গতবারের বিশ্বকাপ ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আজ প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল। দুই দলেই তারকার ছড়াছড়ি। এই ম্যাচে গোটা বিশ্বের বিশেষ নজর থাকবে মাঝমাঠের লড়াইয়ের দিকে। দুই প্রাক্তন সতীর্থ ক্যাসেমিরো ও লুকা মদ্রিচ মাঝমাঠ দখলের লড়াইয়ে একে অপরের মুখোমুখি হবেন। রিয়াল মাদ্রিদের হয়ে একগুচ্ছ খেতাব জিতেছেন দুই তারকা। মুখোমুখি লড়াইয়ে কে বাজিমাত করেন এবার সেটাই দেখার।


খেলা কবে?


৯ ডিসেম্বর, শুক্রবার (ভারতীয় সময় অনুযায়ী) ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচটি আয়োজিত হবে।


কোথায় হবে খেলা?


এই ম্যাচটি আয়োজিত হবে এল এডুকেশন সিটি স্টেডিয়ামে।


কখন শুরু ম্যাচটি?


ভারতীয় সময় অনুযায়ী রাত ৮.৩০-টায় শুরু হবে খেলা। 


কোথায় দেখা যাবে পব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার এই ম্যাচটি?


স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচ।


অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?


অনলাইনে জিও সিনেমায় ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচটি দেখা যাবে।


অতীত রেকর্ড


ক্রোয়েশিয়ার বিরুদ্ধে চার বার মুখোমুখি হয়ে তিনবার জয় পেয়েছে ব্রাজিল। ড্র হয়েছে একটি ম্যাচ।


স্যান্দ্রোর আপডেট


ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচে পেশিতে চোট পেয়ে ৮৬ মিনিটে মাঠ ছাড়েন স্যান্দ্রো। ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ব্রাজিলের হয়ে মাঠে নামেননি তিনি। কোয়ার্টার ফাইনালেও তাঁর মাঠে নামার সম্ভাবনা কমই। কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে স্যান্দ্রো অনুশীলনে ফিরলেও তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তিতে এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'যতদূর যা বোঝা যাচ্ছে, ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচেও মাঠে নামতে পারবে না। ওর চোটটা (নেমার, দানিলোর গোড়ালির চোটের থেকে) ভিন্ন। ওকে এখনও সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে আরেকটু খাটতে হবে। আমাদের দলের মেডিক্যাল টিমের সঙ্গে আমায় কথা বলতে হবে।'



এদিকে, স্যান্দ্রো অনুপস্থিতিতে গত ম্যাচে সেলেসাওর হয়ে লেফটব্যাকের দায়িত্ব সামলেছিলেন দানিলো (Danilo)। স্যান্দ্রো যদি কোয়ার্টার ফাইনালের জন্য ফিট না হতে পারেন, তাহলে ফের একবার হয়তো দানিলোকেই লেফটব্যাকের ভূমিকায় দেখা যাবে। সেক্ষেত্রে দানিলোর বদলে এদের মিলিটাও রাইটব্যাকে খেলা চালিয়ে যাবেন। নিজের পরিচিত রাইটব্যাকে বদলে অপর প্রান্তে খেলতে হলেও তিনি তাতে স্বাচ্ছন্দ্যই বলে দাবি দানিলোর। তিনি বলেন, 'আশা করছি অ্যালেক্স স্যান্দ্রো যেন ম্যাচের আগে ফিট হয়ে যায়। তবে রক্ষণ বিভাগে আমি তিন পজিশনে খেলতেই স্বাচ্ছন্দ্য। আমার মনে হয় আমি খুব শীঘ্রই বেশি করে সেন্টার ব্যাকে খেলব। জুভেন্তাসে ওই ভূমিকায় খেলত আমার কোনও সমস্যায় নেই।'


আরও পড়ুন: কোয়ার্টার ফাইনালেই গোলের রেকর্ড গড়ার হাতছানি মেসি, নেমারের সামনে