দোহা: আজ থেকে শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA WC 2022)  কোয়ার্টার ফাইনাল পর্ব। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচেই মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। দ্বিতীয় ম্যাচেই আবার মাঠে নামছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনা। দুই দলের দুই মহাতারকা ফুটবলার যথাক্রমে নেমার (Neymar Jr) ও লিওনেল মেসি (Lionel Messi) উভয়ের সামনেই কোয়ার্টার ফাইনালে রেকর্ড গড়ার হাতছানি। 


পেলেকে পিছনে ফেলার হাতছানি


নেমার ও মেসি উভয় তারকাই ইতিমধ্যেই চলতি বিশ্বকাপে গোল করে ফেলেছেন। কোয়ার্টার ফাইনালে দুই তারকাই যদি জোড়া গোল করতে পারেন, তাহলে উভয়েই ভিন্ন ভিন্ন রেকর্ড গড়ে ফেলবেন। ৩০ বছর বয়সি নেমার ব্রাজিল জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১২৩টি ম্যাচে ৭৬টি গোল করেছেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জোড়া গোল করলেই, পেলের ৭৭ গোলের রেকর্ড ভেঙে নেমারই সেলেসাওয়ের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। অপরদিকে, মেসির সামনেও জোড়া গোল করে নতুন নজির গড়ার হাতছানি।


রেকর্ড গড়ার সুযোগ


মেসি এখনও বিশ্বকাপে ২৩ ম্যাচ খেলে নয়টি গোল করেছেন। তিনি নেদারল্যান্ডসের বিরুদ্ধে জোড়া গোল করলেই আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। এখনও পর্যন্ত গ্যাব্রিয়েল বাতিস্তুতা লা আলবিসেলেস্তের হয়ে বিশ্বকাপে ১২ ম্যাচ খেলে সর্বোচ্চ ১০ গোল করেছেন। মেসির সামনে তাঁকে ছাপিয়ে যাওয়ার হাতছানি রয়েছে। প্রসঙ্গত, ব্রাজিল-আর্জেন্তিনা উভয় দলই নিজেদের ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছতে মরিয়া হয়ে মাঠে নামবে। সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হতে পারে দুই দল। 


ম্যাচের আগেই আর্জেন্তাইন শিবিরে চোট আশঙ্কা। অ্যাঙ্খেল দি মারিয়া এখনও মাঠে নামতে পারবেন কি না, সেই নিয়ে কোনওরকম নিশ্চয়তা নেই। উপরন্তু, কোয়ার্টারে রদ্রিগো দি পলের (Rodrigo de Paul) মাঠে নামা নিয়েও তৈরি হয়েছে সংশয়। ম্যাচের আগে দলের তারকাদের চোট নিয়ে প্রশ্ন করা হলে খানিক ক্ষুব্ধই হলেন আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)।


দি পলের চোটের খবর প্রকাশ্যে আসার ফলেই ক্ষুব্ধ স্কালোনি। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমরা তো বন্ধ দরজার পিছনে নিজেদের অনুশীলন সেরেছি। তা সত্ত্বেও আপনারা কেন আমায় দি পলের চোটের বিষয়ে প্রশ্ন করছেন? আপনারা কি নেদারল্যান্ডসকে সাহায্য করতে চান? মিডিয়ায় এমনভাবে গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়াটা আমাদের জন্য় একেবারেই ভাল খবর নয়। এখনও আরেকবার আমরা অনুশীলন করব এবং তারপরেই রদ্রিগো ও দি মারিয়া খেলতে পারেন কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কোন সিস্টেমে খেলব সেটা দলের উইঙ্গাররা শারীরিকভাবে কতটা ফিট তার ওপরেই নির্ভরশীল। যে সব খেলোয়াড়রা সম্পূর্ণ ফিট, তারাই মাঠে নামবেন।'


আরও পড়ুন: সবথেকে খারাপ কোচ ফান হাল! দি মারিয়ার সমালোচনার জবাব দিলেন ডাচ কোচ