ব্রাসিলিয়া: সাম্বা ফুটবলের লজ্জা! বিশ্বকাপে জার্মান মেশিনের হাতে ভুলুন্ঠিত হয়েছিল সেলেকাও ফুটবলের গৌরব৷ কোপা আমেরিকায় ফিরল সেই লজ্জা৷ গ্রুপ লিগ থেকে বিদায়৷ আর, দলের ন্যক্কারজনক পারফরমেন্সের জেরে চাকরি গেল কোচ দুঙ্গার৷
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে একটি বিবৃতিতে এদিন জানানো হয়েছে, কোপা আমেরিকায় ব্রাজিলের বিপর্যয়ের জেরে দলের কোচিং স্টাফদের অপসারনের সিদ্ধান্ত নিয়েছি আমরা৷
পেরুর কাছে সেলেকাওদের বিতর্কিত হারের পরই মঙ্গলবার দুঙ্গার সঙ্গে বৈঠক করেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্যরা৷ তারপরই আনুষ্ঠানিকভাবে দুঙ্গাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ যদিও, অপসারনের কথা আগাম আঁচ করতে পেরেই দুঙ্গা বারবার বলে আসছিলেন, তিনি চাকরি যাওয়ার ভয় পান না৷ মৃত্যু ছাড়া কোনওকিছুতেই ভয় নেই তাঁর৷
২০১৪-এর ঘরের মাঠে বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে ধ্বংস হয়েছিল নেইমার-হীন ব্রাজিল৷ দু’বছর পর ফের বেড়িয়ে পড়ল তার কঙ্কালসার চেহারা৷ পেরুর রুইদিয়াজের গোল নিয়ে বিস্তর জলঘোলা৷ যা উস্কে দিয়েছে হ্যান্ড অফ গড বিতর্কও৷ তবুও, প্রশ্নটা উঠেই গিয়েছে, সাধারণ মানের ফুটবল খেলে কতদূর এগোবে সেলেকাও ব্রিগেড? শেষ পর্যন্ত বিদায় ব্রাজিল৷ আর, ফুটবলের চরম ট্র্যাজেডির দিনে ফের অজস্র প্রশ্ন ভিড় করে আসছে ফুটবল-প্রেমীদের মাথায়, যোগা বেনিতোর শিল্প কবে ফিরবে ফুটবলের স্বর্গে? ধ্বংসস্তূপ সরিয়ে ফের কবে উঠে দাঁড়াবে ব্রাজিল?
কোপায় ব্যর্থতা, কোচ দুঙ্গাকে ছেঁটে ফেলল ব্রাজিল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jun 2016 05:52 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -