কলকাতা:প্রথম সুখরটা এসেছিল মমতা সরকারের দ্বিতীয় ইনিংসের শুরুর দিন।তিন সপ্তাহের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর। ব্যান্ড পে’র ১০ শতাংশ বেতন বৃদ্ধির পর এবার উত্সবকালীন অ্যাডহক বোনাস বাড়াল রাজ্য সরকার।
নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেড পে এবং ডিএ মিলিয়ে, ২৫ হাজার টাকা পর্যন্ত যাঁদের বেতন, তাঁরা ৩ হাজার ৪০০ টাকা অ্যাডহক বোনাস পাবেন। আগে এই অ্যাডহক বোনাসের পরিমাণ ছিল ৩ হাজার ২০০ টাকা। এছাড়া ২৫ হাজার এক টাকা থেকে ৩৬ হাজার টাকা পর্যন্ত যাঁদের বেতন, তাঁরা ৪ হাজার টাকা ‘পুজো অ্যাডভান্স’ পাবেন। আগে পুজো অ্যাডভান্সের পরিমাণ ছিল ৩ হাজার ৫০০ টাকা।
এই টাকা ১০টি মাসিক কিস্তিতে, বিনা সুদে শোধ করতে হবে কর্মচারীদের। ইদের আগে ৩০ জুনের মধ্যে অ্যাডহক বোনাস ও অ্যাডভান্স পেয়ে যাবেন সংখ্যালঘু কর্মীরা। আর বাকি কর্মচারীরা পাবেন পুজোর আগে, ২১ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে।
রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাডহক বোনাস বাড়ল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jun 2016 03:19 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -