রিও ডি জেনেইরো: অলিম্পিকের ইতিহাসে দ্রুততম গোল করে ব্রাজিলকে রিও অলিম্পিকে পুরুষদের ফুটবলের ফাইনালে নিয়ে গেলেন অধিনায়ক নেইমার। তিনি ১৫ সেকেন্ডে প্রথম গোল করেন। একেবারে শেষমুহূর্তে পেনাল্টি থেকে আরও একটি গোল করেন বার্সেলোনার এই তারকা। ব্রাজিল ৬-০ গোলে জিতে ফাইনালে গেল।
দেশকে অলিম্পিকে সোনা এনে দেওয়ার লক্ষ্যে কোপা আমেরিকায় খেলেননি নেইমার। অলিম্পিকের প্রথম দিকে তিনি ভাল খেলতে পারছিলেন না। গোলও পাচ্ছিলেন না। কিন্তু চ্যাম্পিয়নরা তো আসল সময়েই জ্বলে ওঠেন। ঠিক সেভাবেই সেমিফাইনালে নিজের সেরা খেলা দেখালেন নেইমার।
১৫ সেকেন্ডে প্রথম গোল হজম করার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি হন্ডুরাস। গ্যাব্রিয়েল জেসাস প্রথমার্ধে আরও দুটি গোল করে ব্রাজিলকে ৩-০ এগিয়ে দেন। ৫১ মিনিটে ব্যবধান বাড়ান মার্কিনহোস। ৭৯ মিনিটে ৫-০ করেন লুয়ান। ইনজুরি টাইমে হন্ডুরাসের কফিনে শেষ পেরেক পুঁতে দেন নেইমার।
২০১৪ সালের বিশ্বকাপে চোটের জন্য জার্মানির বিরুদ্ধে খেলতে পারেননি নেইমার। ব্রাজিল ১-৭ গোলে সেই ম্যাচ হেরেছিল। অলিম্পিকে নেইমার খেললেন এবং দলকে ৬ গোলের ব্যবধানে জেতালেন। এবার তিনি ফাইনালে জার্মানিকে চাইছেন। বিশ্বচ্যাম্পিয়ন হারিয়ে বিশ্বকাপে লজ্জাজনক হারের বদলা নেওয়াই নেইমার ও ব্রাজিলের লক্ষ্য।
অলিম্পিকে দ্রুততম গোল নেইমারের, হন্ডুরাসকে উড়িয়ে ফাইনালে ব্রাজিল
Web Desk, ABP Ananda
Updated at:
17 Aug 2016 06:14 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -