বিগ ব্যাশ লিগ থেকে অবসর ম্যাকালামের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Feb 2019 03:00 PM (IST)
ব্রিসবেন: দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। ঘোষণা করলেন, এবারের বিগ ব্যাশ লিগেই তিনি শেষবার খেললেন। গতকাল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে জিততেই হবে এমন একটি ম্যাচে খেলতে নেমে ম্যাচ জেতানো হাফসেঞ্চুরি করেন ম্যাকালাম। এরপরই তিনি ওই ঘোষণা করেন। আগামী শুক্রবার গাব্বায় ব্রিসবেন হিটের হয়ে মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে ম্যাচেই বিগ ব্যাশ লিগে ম্যাকালামকে শেষবারের মতো দেখা যাবে। ২০১৯-তে বিভিন্ন টি ২০ লিগে তিনি খেলবেন। কিন্তু খুব শীঘ্রই কোচিং কেরিয়ার শুরুর কথা ভাবছেন ৩৭ বছরের এই তারকা ব্যাটসম্যান। ম্যাকালাম বলেছেন, এ বছর বিভিন্ন টি ২০ লিগে খেলব। এরপর কোচিংকে কেরিয়ার করার কথা ভাবব। ২০১৬-তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ম্যাকালাম। গত ৮ বছর ধরে বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন তিনি।