আইপিএল-এর প্রথম তিন বছর কেকেআর-এর হয়ে খেলেছিলেন ম্যাকালাম। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাঁর ঝোড়ো ইনিংস আইপিএল-এর ইতিহাসে অন্যতম সেরা। ২০১২ সালে কেকেআর-এ ফিরে আসেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। সেবার কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে তিন মরসুম খেলেন ম্যাকালাম। ২০১৭ ও ২০১৮ সালে পরপর দু’বার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় ত্রিনবাগো।
কেকেআর-এর কোচ হওয়ার পর ম্যাকালাম বলেছেন, ‘এই দায়িত্ব পাওয়া অত্যন্ত সম্মানের ব্যাপার। কলকাতা নাইট রাইডার ফ্র্যাঞ্চাইজি আইপিএল ও সিপিএল-এ দুর্দান্ত সাফল্য পেয়েছে। কেকেআর ও টিকেআর দু’টি দলই দারুণ। আমি ও সাপোর্ট স্টাফরা দলকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব।’
কেকেআর-এর সিইও বেঙ্কি মাইসোর বলেছেন, ‘ব্রেন্ডন দীর্ঘদিন ধরেই নাইট রাইডার্স পরিবারের অংশ। ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সততা, ইতিবাচক ও আক্রমণাত্মক স্টাইল, দলের কাছ থেকে সেরাটা বার করে আনার সহজাত দক্ষতার জন্যই ওকে কেকেআর ও টিকেআর-এর প্রধান কোচ হিসেবে আদর্শ মনে হয়েছে।’