ডাবলিন: ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডে দু’টি টি-২০ ম্যাচেই ভারতীয় দল সহজ জয় পাওয়ায় খুশি অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘আমরা ইংল্যান্ড সফরে যাওয়ার আগে চাইছিলাম সব ব্যাটসম্যানই রান করুক এবং সব বোলার অবদান রাখুক। দু’টি ইনিংসেই ব্যাটসম্যানদের পারফরম্যান্সে আমি খুশি। সবাই এত ভাল ব্যাট করছে, দল বাছাইয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এটা দলের পক্ষে ভাল। যাকেই সুযোগ দেওয়া হয়েছে, সে সেই সুযোগ দু’হাতে লুফে নিয়েছে। এটা যে কোনও দলের পক্ষেই ভাল। এই ধরনের ম্যাচগুলিতে আমাদের রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করার সুযোগ পাওয়া গিয়েছে। ভারতীয় দল দুর্দান্ত একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তরুণ খেলোয়াড়রা সুযোগ কাজে লাগাচ্ছে দেখে ভাল লাগছে।’
গতকাল দ্বিতীয় টি-২০ ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪৩ রানে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। প্রথমে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলের ৭০ ও সুরেশ রায়নার ৬৯ রানের সুবাদে ভারতীয় দল ৪ উইকেটে ২১৩ রান করে। জবাবে ১২.৩ ওভারে মাত্র ৭০ রানেই অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। যুজবেন্দ্র চাহল ও কুলদীপ যাদব তিনটি করে উইকেট নেন। এই ম্যাচে অভিষেক হয় এবারের আইপিএল-এ ২১টি উইকেট নেওয়া সিদ্ধার্থ কউলের। তিনি ২ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে একটি উইকেট নেন। সিনিয়রদের পাশাপাশি তরুণদেরও ভাল পারফরম্যান্সে ইংল্যান্ড সফরের আগে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে ভারতের অধিনায়কের।
ইংল্যান্ড সফর প্রসঙ্গে বিরাট বলেছেন, ‘বিপক্ষে কোন দল, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা নিজেদের শক্তির উপর জোর দিচ্ছি। বিপক্ষ দল ভাল খেলার চেষ্টা করলে আমাদের ব্যাটসম্যানদেরও ভাল খেলার ক্ষমতা আছে। এছাড়া আমাদের দু’জন রিস্ট স্পিনার আছে। তাতে আমরা বাড়তি সুবিধা পাব বলেই বিশ্বাস করি। ইংল্যান্ড ভাল দল। তবে আমাদের শক্তির উপর ভরসা আছে। আমরা যদি নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারি, তাহলে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ হবে।’
ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডে তরুণদের পারফরম্যান্সে খুশি বিরাট কোহলি
Web Desk, ABP Ananda
Updated at:
30 Jun 2018 05:43 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -