after  along


 

 

ধানবাদ: রেল দুর্ঘটনায় প্রাণ গেল ঝাড়খণ্ডের তরুণ অ্যাথলিট বিবেক কুমার বৈঠার (১৫)। আজ সকালে অসম থেকে রাঁচি যাওয়ার সময় রেল লাইনের খুঁটিতে ধাক্কা লেগে মৃত্যু হয় বিবেকের। তাঁর মৃত্যুতে ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে।  রাঁচির মোরাবাদী অঞ্চলে বাড়ি বিবেকের। তিনি ২৮-তম পূর্বাঞ্চলীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে যোগ দিয়েছিলেন। হার্ডলসে নিজে পদক পাননি এই তরুণ। তবে দলগত চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছে ঝাড়খণ্ড। কামাখ্যা এক্সপ্রেসে চড়ে দলের বাকিদের সঙ্গে বাড়ি ফিরছিলেন বিবেক। তিনি ট্রেনের দরজার বাইরে ঝুঁকে দাঁড়িয়েছিলেন। মুগমা স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। খুঁটিতে মাথা ঠুকে যাওয়ার পর ট্রেন থেকে পড়ে যান বিবেক। তাঁর সহ-খেলোয়াড়রা চেন টেনে ট্রেন থামান। তবে ততক্ষণে ট্রেনটি দেড় কিমি এগিয়ে গিয়েছে। তল্লাশি শুরু হওয়ার পর রেল লাইন থেকে উদ্ধার হয় নিহত অ্যাথলিটের দেহ। ঝাড়খণ্ড অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জুবেইর আলম ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি বিবেকের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, এই প্রতিভাবান অ্যাথলিটের মর্মান্তিক পরিণতিতে রাজ্যের ক্রীড়ামহল ধাক্কা খেল।