ম্যাঞ্চেস্টার: আগামী মঙ্গলবার বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তার আগে ভারতীয় ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ সম্পর্কে কিউই ব্রিগেডকে সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রাক্তন স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভেট্টোরি বলেছেন, এই পর্যায়ে বুমরাহকে খেলাটা কার্যত দুরুহ (আনপ্লেয়েবল) হয়ে উঠেছে। এই বিপজ্জনক ভারতীয় বোলারকে সতর্কতার সঙ্গে খেলার বার্তা দিয়েছেন ভেট্টোরি।
চলতি টুর্নামেন্টে ১৭ উইকেট নিয়েছেন বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে গত আটটি ম্যাচে তিনিই সর্বাধিক উইকেট সংগ্রহকারী। ভারতও দুরন্ত ফর্মে রয়েছে। গত আটটি ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে তারা। হেরেছে শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে।
বুমরাহ সম্পর্কে কিউই ব্রিগেডকে সতর্ক করে করে ভেট্টোরি বলেছেন, এজবাস্টনে ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে কীভাবে বড় স্কোরের দিকে এগোনো যায়, তা দেখিয়েছে। বুমরাহকে এখন খেলাটা খুবই দুরুহ হয়ে উঠেছে। ইংল্যান্ডের বিরুদ্ধেও বুমরাহ যথারীতি কৃপণ বোলিংই করেছেন। কিন্তু তা সত্ত্বেও ইংল্যান্ড ভারতের অন্য বোলারদের রান তোলার জন্য বেছে নিয়েছিল। তারা স্পিনারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিল। হার্দিক পান্ড্য, এমনকি ডেথ ওভারগুলিতে মহম্মদ শামির বোলিংয়েও আক্রমণাত্মকভাবে খেলেছিল ইংল্যান্ড।
উল্লেখ্য, নেট রান রেটে পাকিস্তানের থেকে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে পৌঁছেছে নিউজিল্যান্ড। অন্যদিকে, পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে ভারত। গ্রুপ পর্বে ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। এজন্য দুটি দল চলতি টুর্নামেন্টে প্রথমবার সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবে।
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও কিউই শিবিরকে পরামর্শ দিয়েছেন ভেট্টোরি। তিনি বলেছেন, বল হাতে শুরু থেকেই আগ্রাসী ভূমিকা নিতে হবে নিউজিল্যান্ডকে। শুরুতেই উইকেট তুলে নিয়ে ভারতের মিডল অর্ডারকে চাপে ফেলতে হবে। ভারতের মিডল অর্ডারে এমনিতেই ধারাবাহিকতার অভাব রয়েছে।
ভেট্টোরি বলেছেন, অনেকেই ভাবতে পারেন যে ভারত ধীরেসুস্থে ও সতর্কভাবে ইনিংসের শুরু করছে। কিন্তু প্রকৃতপক্ষে যেটা হচ্ছে, তা হল পরিবেশ সম্পর্কে ধারণা গড়ে ভালো স্কোর কতটা হতে পারে তা বুঝে নিয়ে সেই মতো ব্যাটিং করছে ভারত।
ভেট্রোরি বলেছেন, রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলিকে শুরুতেই প্যাভিলিয়নে ফেরত পাঠাতে হবে। তিনি বলেছেন, এটা ঠিকই যে ভারত শুরুটা ধীরেসুস্থে করছে। কিন্তু পরের দিকে রানের গতি বাড়িয়ে বড় স্কোর করছে। রোহিত ও কোহলিকে দ্রুত ফেরাতে না পারলে সমস্যায় পড়তে হবে। কারণ, ওরা জানে কখন ও কাকে আক্রমণ করতে হবে।
ব্ল্যাক ক্যাপস পেসাররাও বেশ ভালো বোলিং করছেন। ট্রেন্ট বোল্টের নেতৃত্বাধীন কিউই বোলিং অ্যাটাক অনুকূল পরিবেশে বিধ্বংসী হয়ে উঠতে পারে। ভেট্টোরি মনে করেন, ভারতীয় ব্যাটসম্যানদের সম্পর্কে বোল্টের ধারণা এক্ষেত্রে সহায়ক হতে পারে।
সেমিফাইনালে পৌঁছনোর আগে শেষ তিনটি ম্যাচ হেরেছে নিউজিল্যান্ড। তবে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন ব্যাটিং ইউনিট শুরুটা ভালো করলে দলের জয়ের সুযোগ থাকবে বলে মনে করছেন ভেট্টোরি।
এই মুহূর্তে বুমরাহ কার্যত ‘আনপ্লেয়েবল’, বলছেন ভেট্টোরি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jul 2019 01:16 PM (IST)
আগামী মঙ্গলবার বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তার আগে ভারতীয় ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ সম্পর্কে কিউই ব্রিগেডকে সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রাক্তন স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -