কিংস্টন: আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক নজির গড়ে চলেছেন ভারতের পেসার জসপ্রীত বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্টে তিনি হ্যাটট্রিকও করে ফেলেছেন। তবে তা সত্ত্বেও এই পেসার বলছেন, এখনও তাঁর অনেক কিছু শেখা বাকি।


তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুমরাহ বলেছেন, ‘আমরা যদি এই ম্যাচ জিততে পারি, তাহলে আমি উইকেট না পেলেও কোনও ব্যাপার না। আমার লক্ষ্য হল দলের সাফল্যে অবদান রাখা। সেটা উইকেট নিয়েই হোক বা বিপক্ষের উপর চাপ তৈরি করে, সবরকমভাবে দলকে সাহায্য করতে চাই।’

এখনও পর্যন্ত ১২টি টেস্ট খেলে ৬১ উইকেট নিয়েছেন বুমরাহ। তাঁর গড় ১৯.৩১। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেসারের স্বীকৃতি পেয়েছেন তিনি। তবে তারপরেও এই পেসার বলছেন, ‘আমি মাত্র ১২টি ম্যাচ খেলেছি। আমি অনেক কিছু শিখছি, ভবিষ্যতে আরও শিখতে হবে। আমাকে ভারতে ম্যাচ খেলতে হবে। আমার টেস্ট কেরিয়ারের শুরুটা ভাল হয়েছে। আমি অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করছি। আমি ইংল্যান্ডে অনেক ম্যাচ খেলেছি। সেখানে ডিউক বলে খেলা হওয়ায় অনেক বেশি মুভমেন্ট পেয়েছি। ফলে আউটস্যুইং, ইনস্যুইং করার ক্ষেত্রে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। সেই অভিজ্ঞতা আমাকে ওয়েস্ট ইন্ডিজেও সাহায্য করছে।’