কলকাতা: সাবাইনা টেস্টেও প্রবল প্রতাপ টিম ইন্ডিয়ার। তৃতীয় দিনের শেষে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৬৮ রানের টার্গেট রেখেছে তারা। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারকেই খুইয়েছে আয়োজক দেশ।
২৯৯ রানে এগিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেও ভারতের শুরুটা তেমন ভাল হয়নি। ৪ রানে লেগ বিফোর উইকেট হন মায়াঙ্ক আগরওয়াল। মধ্যাহ্নভোজ পর্যন্ত ভারতের সংগ্রহ ছিল ১৬ রানে ১ উইকেট। খেলা ফের শুরু হলে ৬ রানে আউট হন কে এল রাহুল ও শূন্য রানে অধিনায়ক বিরাট কোহলি। এরপর অজিঙ্ক্য রাহানে ও চেতেশ্বর পূজারা ২১ রানের ছোট পার্টনারশিপ গড়েন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার থার্ড স্লিপে ক্যাচ নিয়ে আউট করে দেন পূজারাকে। রান দাঁড়ায় ৪ উইকেটে ৫৭।
কিন্তু রাহানে ও হনুমা বিহারীর কাঁধে ভর দিয়ে ম্যাচে জাঁকিয়ে বসে ভারত। রাহানে করেন অপরাজিত ৬৪ ও হনুমা অপরাজিত ৫৩, ভারতের লিডও টপকে যায় ৪৬০ রান। দ্বিতীয় ইনিংসে যখন দলের স্কোর ১৬৮ রান ও হাতে ৬ উইকেট তখন ইনিংস ডিক্লেয়ার করেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৪৬৮।
এই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারায় তাদের ওপেনিং ব্যাটসম্যান ক্রেগ ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেলকে। ঈশান্ত শর্মা ব্রাথওয়েটকে তুলে নেন, ক্যাম্পবেলকে প্যাভিলিয়নে ফেরান মহম্মদ সামি। ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৩৭ রানে ২ উইকেট। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন শামার ব্রুকস ও ডারেন ব্র্যাভো, জয়ের জন্য টার্গেট এখনও ৪৪৩ রান।
সাবাইনা টেস্টের তৃতীয় দিনের শেষে চালকের আসনে ভারত, জেতার জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ৪৬৮
ABP Ananda, Web Desk
Updated at:
02 Sep 2019 09:40 AM (IST)
রাহানে করেন অপরাজিত ৬৪ ও হনুমা অপরাজিত ৫৩, ভারতের লিডও টপকে যায় ৪৬০ রান। দ্বিতীয় ইনিংসে যখন দলের স্কোর ১৬৮ রান ও হাতে ৬ উইকেট তখন ইনিংস ডিক্লেয়ার করেন বিরাট কোহলি।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -