নয়াদিল্লি: যখন খেলতেন তখন তাঁর মারাত্মক ইয়র্কার মাঝেমধ্যেই আছড়ে পড়তে ব্যাটসম্যানদের পায়ের পাতায়। ফাস্ট বোলিংয়ের এই কৌশলে সিদ্ধহস্ত প্রাক্তন পাক বোলার ওয়াসিম আক্রম যে বর্তমান ক্রিকেট বিশ্বে জসপ্রিত বুমরার সবচেয়ে কার্যকরী ইয়র্কার দেওয়ার ক্ষমতার প্রশংসায় পঞ্চমুখ হবেন, তাতে আশ্চর্য কিছুই নেই।
সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথমবার টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বুমরাহ। বিরাট কোহলির দলের এক্স ফ্যাক্টর হয়ে উঠেছেন তিনি।
আক্রম এদিন বলেছেন, এখন যে সব ফাস্ট বোলার আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন,তাঁদের মধ্যে বুমরাহর হাতে রয়েছে সবচেয়ে সেরা ও কার্যকরী ইয়র্কার।
এই ইয়র্কারের মাধ্যমেই আগামী বিশ্বকাপে বুমরাহ ডেথ ওভারগুলিতে পার্থক্য গড়ে দিতে পারবেন বলে মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি ফাস্ট বোলার।
আক্রম বলেছেন, বুমরাহর অ্যাকশনটা অন্যরকম, অন্যান্য ফাস্ট বোলারদের চেয়ে একেবারেই আলাদা। এর পরও ও বল সুইং ও মুভ করাতে পারে। আর তা করতে পারে ভালো পেস বজায় রেখেই। কিন্তু নিয়মিত ইয়র্কার দেওয়ার ক্ষমতাই বুমরাহকে আলাদা বৈশিষ্ট্য এনে দিয়েছে। ইয়র্কার শুধু একদিনের ক্রিকেটেই নয়। টেস্টেও তা কার্যকরী অস্ত্র। আমাদের সময়ে আমি ও ওয়াকার এটা করেছি।
এত ভালো ইয়র্কারের জন্য টেনিস বল ক্রিকেটকে কৃতিত্ব দিয়েছেন আক্রম। তিনি বলেছেন, তাঁর মতো বুমরাহও টেনিস বল ক্রিকেট খেলেই উঠে এসেছেন।
বিষয়টির ব্যাখ্যা দিয়ে আক্রম বলেছেন, যখন গলির ক্রিকেট খেলা হয়, তখন রাস্তার দুপাশেই থাকে ঘরবাড়ি। তাই ব্যাটসম্যানদের ক্রস ব্যাটে খেলার সুযোগ থাকে না। তাদের সোজা খেলতে হয়। আর ঠিক তখনই বোলাররা ব্যাটসম্যানকে স্ট্রেট শট খেলা রুখতে ইয়র্কার দিতে শেখে।
উপমহাদেশের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের জন্য ভারতীয় দলের প্রশংসা করেছেন আক্রম। তিনি বলেছেন, এটা একটা দারুণ কৃতিত্ব।