নয়াদিল্লি: জল্পনাই সত্যি হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে বুমরার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। মাসখানেক এশিয়া কাপেও চোটের কারণে খেলতে পারেননি বুমরা। এরপর বিশ্বকাপ থেকেও ছিটকে যাওয়ার পরই অনেক অনুরাগীই বুমরার সমালোচনায় মুখর হন। মূলত আইপিএল ফ্রাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বুমরা গোটা মরসুম খেললেও, ভারতের হয়ে বড় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ফলেই সমালোচনার শিকার হয়েছেন বুমরা।


সমালোচকদের জবাব


সাধারণত ঠান্ডা স্বভাবের বুমরা কোনওসময়ই সমালোচকদের বিরুদ্ধে সুর চড়ান না। তবে এইবার সমালোচনার মুখে পড়ে নিজের সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের একহাত নিলেন বুমরা। নিজের ইনস্টাগ্রাম পোস্টে বুমরা এক ছবি শেয়ার করেন। সেই ছবিতে লেখা, 'রাস্তায় দাঁড়িয়ে ঘেউ ঘেউ করা সব কুকরকে যদি ঢিল মারতে যাওয়া হয়, তাহলে আপনি কখনই আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না।' এই পোস্টের মাধ্যমে বুমরা ঠিক কাদের দিকে ইঙ্গিত করছেন, তা বোঝা খুব একটা কঠিন নয়। পরে অবশ্য তিনি নিজের এই স্টোরিটি মুছে দেন।


বুমরার বদলি কে?


বুমরার বদলি হিসাবে ভারতীয় দলে কে সুযোগ পেতে পারেন, সেই বিষয়ে দলের কোচ ও অধিনায়ক ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। কোচ রাহুল দ্রাবিড় বলেন, 'কে বুমরার পরিবর্ত হবে, সেদিকে আমাদের নজর রয়েছে। ১৫ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে আমাদের হাতে। শামি অবশ্যই স্ট্যান্ড বাই হিসাবে রয়েছে। তবে দুর্ভাগ্যবশত ও এই সিরিজে খেলতে পারেনি, ও এইঅ সিরিজে খেললে আদর্শ পরিস্থিতি হতো।' দ্রাবিড় যোগ করেছেন, 'এখন ও রয়েছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। কতটা সেরে উঠেছে সেই ব্যাপারে রিপোর্ট পাব। ১৪-১৫ দিন করোনা আক্রান্ত থাকার পর কতটা সুস্থ রয়েছে সেটাও জানতে পারব। রিপোর্ট হাতে পেলে বা ওর নিজের কীরকম লাগছে সেটা জেনে তারপর নির্বাচকদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব।'        


অন্যদিকে রোহিত বলেছেন, 'আমাদের এমন কাউকে নিতে হবে, যার অস্ট্রেলিয়ায় বল করার অভিজ্ঞতা রয়েছে। যে অভিজ্ঞ। আমি জানি না সেই পরিবর্ত কে হবে। বেশ কয়েকজন রয়েছে পরিকল্পনায়। তবে অস্ট্রেলিয়ায় পৌঁছে এই ব্যাপারে সিদ্ধান্ত নেব।' তবে এখনও পর্যন্ত কিন্তু বুমরার বদলি হিসাবে বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে কারুর নামই ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত. পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত।


আরও পড়ুন: জাতীয় দলে ডাক পেয়ে আপ্লুত হলেও, আবেগে ভাসতে নারাজ পতিদার