মেলবোর্ন: ভারতীয় দলের ডানহাতি পেসার জসপ্রীত বুমরাহকে বর্তমানে বিশ্বের সেরা বোলার বলে দাবি করলেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি নিজেও পারথের বাউন্সি উইকেটে বুমরাহর বলের মোকাবিলা করতে ভয় পেতেন বলে জানিয়েছেন বিরাট।
বক্সিং ডে টেস্টে দু’ইনিংস মিলিয়ে ৮৬ রান দিয়ে ৯ উইকেট নিয়েছেন বুমরাহ। তাঁর বলের মোকাবিলা করতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ১৩৭ রানে জিতে সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। ম্যাচের পর বিরাট বলেছেন, ‘আমার কাছে জসপ্রীতই বিশ্বের সেরা বোলার। যদিও ও ১২ মাস ধরে শুধু টেস্ট খেলছে, তা সত্ত্বেও কোনও সন্দেহ নেই, ও একজন ম্যাচ উইনার।’
বুমরাহর প্রশংসা করে বিরাট আরও বলেছেন, ‘পারথের মতো পিচ হলে আমি জসপ্রীত বুমরাহর বল খেলতে চাইতাম না। কারণ, ও ছন্দে থাকলে বিধ্বংসী হয়ে উঠতে পারে। ওর বোলিং সবার থেকে আলাদা। সেই কারণেই ও নিজের দক্ষতার বিষয়ে এত আত্মবিশ্বাসী। ওর অসাধারণ ফিটনেস এবং পরিশ্রম করার ক্ষমতার জন্যই আমি ও কোচ রবি শাস্ত্রী দক্ষিণ আফ্রিকা সফরে ওকে দলে নিয়েছিলাম। ও সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে ভাল বোলিং করছিল। ও রান দিচ্ছিল না এবং উইকেট নিচ্ছিল। ডেথ ওভারগুলিতে ও একটিও খারাপ বল করেনি। অনুশীলনে ওকে দেখে মনে হচ্ছিল, ও টেস্ট ম্যাচ খেলতে চায়। ওর মানসিকতাও সবার চেয়ে আলাদা।’
এ বছর ভারতের তিন পেসার বুমরাহ, ইশান্ত শর্মা ও মহম্মদ শামি বিদেশের মাটিতে টেস্ট ম্যাচে ১৩৪টি উইকেট নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী পেসার ত্রয়ী মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নার ও ম্যালকম মার্শালও এক বছরে এত উইকেট নিতে পারেননি। ভারতের পেস আক্রমণ এখন বিশ্বের অন্যতম সেরা। স্বভাবতই বোলারদের নিয়ে উচ্ছ্বসিত বিরাট।
বুমরাহ এখন বিশ্বের সেরা, পারথের বাউন্সি পিচে ওকে খেলতে হলে ভয় পেতাম, বলছেন বিরাট
Web Desk, ABP Ananda
Updated at:
30 Dec 2018 12:55 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -