জৌনপুর: উত্তর প্রদেশের জৌনপুরের পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এক কাণ্ড ঘটিয়েছেন। ছাত্রছাত্রীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেছেন, কারও সঙ্গে ঝগড়াঝাঁটি হলে কেঁদে কেটে আমার কাছে আসবে না। তাকে ধরে ঠেঙাবে, দরকারে খুন করে ফেলবে। এখন ছাত্রছাত্রীরা তাঁর এই সদুপদেশ নিয়ে কী ভাবছে তা এখনও জানা যায়নি।
সহ উপাচার্যের নাম রাজারাম যাদব। সত্যদেব কলেজের মাঠে মঞ্চ থেকে তিনি বলেছেন, তরুণ তরুণীদের এতটাই শক্তি থাকে যে তারা পর্বতে গর্ত করে জলের ধারা খুঁড়ে বার করে আনতে পারে। তাদেরই বলে প্রকৃত ছাত্র। তারা যা করবে বলে সঙ্কল্প করে, তা শেষ না করা পর্যন্ত পিছু হঠে না। পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এমনই।
এখানেই থামেননি রাজারাম। সমবেত ছাত্রছাত্রীদের বলেছেন, যদি তুমি পূর্বাঞ্চলের ছাত্র হও, কাঁদতে কাঁদতে আমার কাছে কখনও আসবে না। কারও সঙ্গে ঝগড়া হলে তাকে স্রেফ পিটিয়ে দেবে, সম্ভব হলে শেষ করে দেবে একদম। তাঁর এই বিবৃতি নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে। বালিয়া এলাকার জননায়ক চন্দ্রশেখর বিশ্ববিদ্যালয় ও ছাপরার জয়প্রকাশ বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যরা বলেছেন, রাজারামের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, এর সঙ্গে তাঁরা সহমত পোষণ করেন না।
Exit Poll 2024
(Source: Matrize)
কারও সঙ্গে ঝগড়া হলে স্রেফ পিটিয়ে দাও, দরকারে মেরে ফেল, উত্তর প্রদেশের বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের ‘উপদেশ’ পড়ুয়াদের
ABP Ananda, Web Desk
Updated at:
30 Dec 2018 10:35 AM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -