নয়াদিল্লি: সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স টেস্ট দলে জায়গা এনে দিল জসপ্রিত বুমরাহকে। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট দলে নেওয়া হল বুমরাহকে। সেইসঙ্গে দলে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে নেওয়া হল পার্থিব পটেলকে। প্রত্যাশামতোই বিশ্রামের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে ফিরলেন অলরাউন্ডার হার্দিক পান্ড্য।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দল বাছতে বৈঠকে বসেছিলেন নির্বাচকরা।
আগামী ৫ জানুয়ারি ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হচ্ছে। এই সিরিজে টেস্ট দলে সাত ব্যাটসম্যান, দুই স্পিনার, পাঁচ পেসার ও দুজন উইকেটরক্ষক রাখা হয়েছে।
বিরাট কোহলির নেতৃত্বাধীন দলের সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে।
২৩ বছরের বুমরাহ ২৮ টি একদিন ও ৩০ টি টি২০ ম্যাচ খেললেও এতদিন সাদা জার্সিতে খেলার সুযোগ পাননি। এবার তাঁকে টেস্ট দলেও নেওয়া হল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী ২০ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত। এই সিরিজের জন্যও এদিন ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। অধিনায়ক কোহলি বিশ্রাম নিচ্ছেন। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট দল- বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধবন, মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), রোহিত শর্মা, রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, ঋদ্ধিমান সাহা, পার্থিব পটেল, ভূবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ,হার্দিক পান্ড্য।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, মণীশ পান্ডে, দীনেশ কার্তিক, এমএস ধোনি, হার্দিক, ওয়াশিংটন সুন্দর, বুমরাহ,যজুবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, দীপক হুডা, মহম্মদ সিরাজ,বাসিল থাম্পি,জয়দেব উদানকোট।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলে বুমরাহ-পার্থিব,শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে তিন নতুন মুখ
ABP Ananda, web desk
Updated at:
04 Dec 2017 08:35 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -