বার্মিংহ্যাম: একদিনের আন্তর্জাতিকে এখন বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ ইয়র্কারের জন্য বিখ্যাত। কিন্তু এই পেসারের দাবি, তিনি ইচ্ছামতো ইয়র্কার বল করতে পারেন না। অন্য যে কোনও বলের মতোই ইয়র্কার হয়ে যায়। তিনি অনুশীলনের মাধ্যমে ইয়র্কার আরও ভাল করার চেষ্টা করেন।

গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও চার উইকেট নেন বুমরাহ। তাঁর বলেই পায়ের আঙুলে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন সতীর্থ বিজয় শঙ্কর। তবে নিজের বোলিংয়ের বিষয়ে বুমরাহ বলেছেন, ‘আমি নেটে ক্রমাগত ইয়র্কার অনুশীলন করি। যত বেশি অনুশীলন করি, তত ভাল ইয়র্কার করতে পারি। তবে ইচ্ছামতো ইয়র্কার করা যায় না। আমি আরও ভাল ইয়র্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বুমরাহ আরও বলেছেন, ‘আমি যখনই নেটে অনুশীলন করি, তখন প্রতিটি অবস্থার কথা ভেবে নিজেকে তৈরি করি। নতুন বল, পুরনো বল, শেষদিকের ওভারগুলিতে বোলিংয়ের কৌশল অনুশীলন করি। নেটে যদি নিজের দক্ষতায় শান দিয়ে রাখি, তাহলে খেলার সময় শুধু সেটা প্রয়োগ করলেই হয়। ভালভাবে অনুশীলন করলে খেলা অনেক সহজ। বিপক্ষের কোন ব্যাটসম্যান আমার বল ভালভাবে খেলছে, সেটা নিয়ে আমি ভাবি না। আমি শুধু দলের হয়ে ভাল খেলার কথাই ভাবি।’

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করেছে ভারতীয় দল। এই পরিস্থিতিতে বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র বুমরাহকে কি শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে বিশ্রাম দেওয়া হবে? এ বিষয়ে এই পেসার বলেছেন, ‘এটা আমার প্রথম বিশ্বকাপ। তাই আমি যত বেশি সম্ভব ম্যাচে খেলতে চাই। আমি এখনও ততটা অভিজ্ঞ ক্রিকেটার হয়ে উঠিনি যে বলব কয়েকটি ম্যাচ খেলতে চাই না। আমি সবসময় খেলতে চাই।’