মুম্বই: চলতি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ না পেয়ে অম্বাতি রায়াডু অবসরের কথা ঘোষণা করায় নির্বাচকদের একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। তাঁর মতে, নির্বাচকদের জন্যই অবসর নিতে বাধ্য হয়েছেন রায়াডু। নির্বাচকদের কটাক্ষ করে গম্ভীর আরও বলেছেন, তাঁরা পাঁচজন মিলেও রায়াডু যত রান করেছেন তত রান করতে পারতেন না।
বিসিসিআই-কে ই-মেল করে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন রায়াডু। তিনি অবসর নেওয়ার জন্য কোনও বিশেষ কারণের কথা উল্লেখ করেননি। তবে এ বিষয়ে গম্ভীর বলেছেন, ‘আমার মতে, এবারের বিশ্বকাপে নির্বাচকরা হতাশ করেছেন। তাঁদের জন্যই অবসরের সিদ্ধান্ত নিয়েছে রায়াডু। এর জন্য নির্বাচকদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই দায়ী। রায়াডু ওর কেরিয়ারে যত রান করেছে, পাঁচজন নির্বাচক মিলেও তত রান করতে পারতেন না। ও অবসর নেওয়ায় আমার খুব খারাপ লাগছে। পরিবর্ত হিসেবে বিশ্বকাপে সুযোগ পেয়েছে ঋষভ পন্থ ও ময়ঙ্ক অগ্রবাল। রায়াডুর জায়গায় যে কেউ থাকলে তার খারাপ লাগত।’
গম্ভীর আরও বলেছেন, ‘রায়াডুর মতো একজন ক্রিকেটার যে আইপিএল-এ ও দেশের হয়ে দেশের হয়ে এত ভাল খেলেছে, তিনটি শতরান এবং ১০টি অর্ধশতরান করেছে, তা সত্ত্বেও তাকে অবসর নিতে হয়, এটা ভারতীয় ক্রিকেটের জন্য দুঃখের দিন।’
নির্বাচকদের ভুল সিদ্ধান্তের জন্যই অবসর নিতে বাধ্য হয়েছেন রায়াডু, দাবি গম্ভীরের
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jul 2019 04:52 PM (IST)
নির্বাচকদের কটাক্ষ করে গম্ভীর আরও বলেছেন, তাঁরা পাঁচজন মিলেও রায়াডু যত রান করেছেন তত রান করতে পারতেন না।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -