সাউদাম্পটন: বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের সহজ জয়ের কৃতিত্ব ওপেনার রোহিত শর্মা ও পেসার জসপ্রীত বুমরাহকে দিলেন অধিনায়ক বিরাট কোহলি। ভারতের পরের ম্যাচ রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার আগে জয় পেয়ে খুশি বিরাট।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের পর বিরাট বলেন, ‘দীর্ঘসময় অপেক্ষার পর আমরা যখন খেলতে নামলাম, তখন দেখলাম কঠিন পরিস্থিতি। আমাদের দৃষ্টিকোণ থেকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা জরুরি ছিল। রোহিতকে কুর্ণিশ জানাতেই হবে। ওর ইনিংসটা ছিল স্পেশাল। ওর সঙ্গে যারা ব্যাটিং করেছে, তারাও দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। আমাদের এই জয় পেশাদারি মানসিকতার ফসল।’

বিরাট আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকা টানা দুই ম্যাচ হেরে আমাদের মুখোমুখি হয়। তাই প্রথম ১৫ ওভারে ভালভাবে খেলা দরকার ছিল। জসপ্রীত অন্য মাত্রার পারফরম্যান্স দেখিয়েছে। ও যেভাবে বোলিং করছে, ব্যাটসম্যানরা সবসময়ই চাপে থাকছে। (যুজবেন্দ্র) চাহলও অসাধারণ বোলিং করেছে। প্রথম ম্যাচে জয় সবসময় গুরুত্বপূর্ণ। মাঠে আমরা সবাই আত্মবিশ্বাসী ছিলাম। বিপক্ষের আক্রমণের বিরুদ্ধে ব্যাটসম্যানদের লড়াই করতে হয়। সেই কারণেই রোহিতের ইনিংস স্পেশাল। ওর অভিজ্ঞতা কাজে লেগেছে। কে এল (রাহুল) রোহিতের সঙ্গে খুব ভাল ব্যাটিং করেছে। তারপর এম এস (ধোনি) জমাট ব্যাটিংয়ের পরিচয় দেয়। হার্দিকও (পাণ্ড্য) দারুণভাবে ম্যাচ শেষ করে দিয়েছে। ওর খেলা ভাল লেগেছে।’