নর্থ সাউন্ড: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষপর্বে বল হাতে জ্বলে উঠেছিলেন ইশান্ত শর্মা। দিনের শুরুতে ব্যাট হাতে দৃঢ়তা ও দিনের শেষ পর্বে তাঁর বিধ্বংসী বোলিংয়ে ম্যাচের রাশ আপাতত ভারতের হাতে। বল হাতে তাঁর এই পারফরম্যান্সের কৃতিত্ব ইশান্ত দিলেন তাঁর সহ বোলার জসপ্রিত বুমরাহকে।
দ্বিতীয় দিনে নিজের শেষ তিন ওভারে তিন উইকেট নেন ইশান্ত। সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে এখনও পর্যন্ত পাঁচ উইকেট দখল করেন তিনি। টেস্ট ক্রিকেটে এই নিয়ে নয়বার কোনও ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন তিনি। তাঁর বোলিং দাপটের সৌজন্যে প্রথম ইনিংসে ভারতের থেকে এখনও ১০৮ রানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের হাতে রয়েছে মাত্র দুই উইকেট।
ইশান্ত ৪২ রানে পাঁচ উইকেট নিয়েছেন। তিনি বলেছেন, বৃষ্টি হয়েছিল। ফলে বল ভিজে গিয়ে কিছুই হচ্ছিল না। তাই, আমরা ক্রশ সিমে বোলিংয়ের কথা ভাবি। উইকেটে বাউন্স ছিল। প্রকৃতপক্ষে বুমরাহ আমাকে এসে বলে যে, বলে কিছুই কাজ হচ্ছে না, তাই আমরা ক্রশ সিমে চেষ্টা করে দেখতে পারি। বিপক্ষের ইনিংস যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে পারলে তা দলের পক্ষে ভাল। আমরা সেই চেষ্টা করি এবং আমরা তা করতে সক্ষম।
বিসিসিআই ডট টিভির জন্য ফিল্ডিং কোচ আর শ্রীধরকে দেওয়া সাক্ষাত্কারে ইশান্ত এ কথা বলেছেন।
দ্বিতীয় দিনের শুরুতে ১৯ রান করে রবীন্দ্র জাডেজাকে যোগ্যসঙ্গত দিয়েছিলেন ইশান্ত। তাঁদের অষ্টম উইকেট জুটিতে ৬০ রান ভারতকে প্রথম ইনিংসে ২৯৭ রান তুলতে সাহায্য করেছিল।
এ ব্যাপারে ইশান্ত বলেছেন, সত্যি কথা বলতে কী, যখন আউট হয়ে যাই, তখন একেবারেই ভালো লাগছিল না। আমি জাড্ডুর সঙ্গে যতটা বেশি রান করতে পারতাম, তাতে দলের পক্ষে ভালো হত। ৩ উইকেটে ২৫ রান থেকে যেভাবে আমরা ঘুরে দাঁড়িয়েছি, আমি জাডেজার সঙ্গে একটা লম্বা পার্টনারশিপ চাইছিলাম।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে তাঁর পাঁচ শিকারের মধ্যে দুটি ছিল কট অ্যান্ড বোল্ড। দুটিই ছিল চমত্কার প্রচেষ্টা। ইশান্ত এর কৃতিত্ব ফিল্ডিং কোচ শ্রীধরকে দিয়েছেন। ইশান্ত শ্রীধরকে বলেছেন, পুরো কৃতিত্বটা তোমার। তুমি সব সময়ই বল যে, ফিল্ডিংয়ের সময় সর্বদা অনুমানশক্তিকে কাজে লাগাতে হবে।
শ্রীধরের ফিটনেস বাড়ানোর পরামর্শেও যে তিনি উপকৃত, তা জানিয়েছেন ইশান্ত।