নয়াদিল্লি: শনিবার দুপুরে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এইমসে আজ দুপুর ১২ টা বেজে সাত মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলেও। বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর, ভিভিএস লক্ষ্মণের মতো প্রাক্তন ক্রিকেটার সহ ভারতীয় দলের ওপেনার শিখর ধবন জেটলির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
সহবাগের ট্যুইট- 'অরুণ জেটলিজীর প্রয়াণে মর্মাহত। জনজীবনে অবিস্মরণীয় অবদানের পাশাপাশি দিল্লির অনেক খেলোয়াড়ের ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। একটা সময় খুব দিল্লি থেকে খুব বেশি ক্রিকেটার সর্বোচ্চ পর্যায়ে সুযোগ পেত না। কিন্তু ডিডিসিএ-তে তাঁর নেতৃত্বে আমি ছাড়াও আরও অনেক খেলোয়াড়ই ভারতকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিল। তিনি খেলোয়াড়দের সমস্যা শুনতেন এবং সেই সব সমস্যার সমাধান করতেন। তাঁর শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই'।



ভারতীয় দলের প্রাক্তন ওপেনার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর জেটলিকে পিতৃতূল্য ব্যক্তিত্ব বলে অভিহিত করেছেন। তাঁর ট্যুইট-'একজন বাবা সন্তানকে কথা বলতে শেখান, কিন্তু একজন পিতৃতূল্য ব্যক্তিত্ব শেখান কীভাবে কথা বলতে হয়। একজন বাবা হাঁটতে শেখান, কিন্তু একজন পিতৃতূল্য ব্যক্তিত্ব এগিয়ে যেতে শেখান। একজন বাবা নামকরণ করেন, কিন্তু একজন পিতৃতূল্য ব্যক্তিত্ব পরিচিতি দেন। আজ আমি আমার পিতৃতূল্য অরুণ জেটলিকে হারালাম'।



জেটলির প্রয়ানে শোকপ্রকাশ করেছেন শিখর ধবন ও ভিভিএস লক্ষ্মণও।