পুণে: টানা ১৯টি টেস্ট ম্যাচে অপরাজিত ভারতীয় দল। পরপর ৬টি সিরিজ জিতেছে। এবার অস্ট্রেলিয়ার মুখোমুখি বিরাট কোহলির দল। কাল থেকে শুরু হচ্ছে চার টেস্টের সিরিজ। অপরাজিত তকমা ধরে রাখাই ভারতের লক্ষ্য।
২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকে বিরাটের দলের জয়যাত্রা শুরু হয়েছে। সেই স্বপ্নের দৌড় ধরে রাখাই ভারতীয় দলের প্রধান লক্ষ্য। স্টিভ স্মিথের দল এই সিরিজের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে। অজি ব্যাটসম্যানদের পাশাপাশি স্পিনাররাও ভারতীয় দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করাই বিরাটবাহিনীর লক্ষ্য।
ভারতীয় এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ভাল পারফরম্যান্স দেখালেও, বোলাররা তেমন ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। বিশেষ করে স্পিনারদের পারফরম্যান্স একেবারেই সাদামাঠা ছিল। শ্রেয়াস আইয়ার অসাধারণ দ্বিশতরান করেছেন। ‘এ’ দলের এই পারফরম্যান্স নিঃসন্দেহে চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, মুরলী বিজয়দের উজ্জীবিত করবে। বিশ্বের এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলের পাশাপাশি ব্যাট হাতেও ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। তিনি এই সিরিজে ভারতের অন্যতম ভরসা। রবীন্দ্র জাডেজাও তৈরি। ফলে আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামছে ভারত।
এই সিরিজে ব্যাট-বলের পাশাপাশি কথার লড়াইও আকর্ষণীয় হতে চলেছে। স্লেজিং নিয়ে সিরিজ শুরু হওয়ার আগে থাকতেই জল্পনা চলছে। যদিও ডেভিড ওয়ার্নার বলেছেন, তাঁরা ভারতের অধিনায়ককে স্লেজিং করবেন না। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সাম্প্রতিক রেকর্ড বলছে, প্রতিবারই স্লেজিং হয়েছে। তাই এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে বিরাটরা পারফরম্যান্সেই মন দিচ্ছেন।
কাল থেকে শুরু সিরিজ, অপরাজিত রেকর্ড ধরে রাখাই ভারতের লক্ষ্য
Web Desk, ABP Ananda
Updated at:
22 Feb 2017 02:16 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -