রিও-তে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, বাস লক্ষ্য করে গুলি
Web Desk, ABP Ananda | 10 Aug 2016 03:02 AM (IST)
রিও: রিও-তে এবার সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা। বাস লক্ষ্য করে গুলি। মঙ্গলবার বাস্কেটবল মাঠ থেকে সাংবাদিকদের নিয়ে বাসটি অলিম্পিক পার্কে যাচ্ছিল। রাস্তায় বাস লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বাসের জানালার কাচ ভেঙে যায়। কাচের টুকরো লেগে জখম হন ২ জন। হামলার ঘটনা নিয়ে মুখ খোলেনি ব্রাজিল পুলিশ। এর আগে শনিবার ইকুয়েস্ট্রিয়ানের মিডিয়া সেন্টারের বাইরে গুলি চলে৷ ওই দিনই সাইক্লিং ইভেন্ট চলাকালীন ফিনিশিং লাইনের শেষে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়ায়। তল্লাশির পরে অবশ্য কিছুই মেলেনি ওই ব্যাগে৷