মেলবোর্ন: আজ ফের ২২ গজে ব্যাট হাতে দেখা গেল ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকরকে। অস্ট্রেলিয়ায় দাবানল মোকাবিলায় ত্রাণ তহবিলের জন্য অর্থ জোগাড় করার লক্ষ্যে আয়োজিত ম্যাচে এক ওভার ব্যাট করলেন সচিন। তাঁর বিরুদ্ধে বোলিং করেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার এলিসি পেরি। অবসর নেওয়ার এতদিন পরেও সচিন এই এক ওভার ব্যাটিং করেই বুঝিয়ে দিলেন, সেই পরিচিত ছন্দ হারাননি।
এই ম্যাচে রিকি পন্টিং একাদশের কোচের ভূমিকায় ছিলেন সচিন। ইনিংসের বিরতিতে এলিসির অনুরোধে তিনি ব্যাট করতে নামেন। প্রথম বলেই লেগে বাউন্ডারি মারেন সচিন। তাঁকে চিকিৎসকরা না খেলারই পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন এলিসি, সেটি গ্রহণ করেই ব্যাট করতে নেমে পড়েন মাস্টার ব্লাস্টার।