পুলিশ সূত্রে খবর, একটি গাড়ির সামনের আসনে বসে থাকা যাত্রী ও চালক সিট বেল্ট বাঁধেননি। সেটা দেখতে পেয়ে গাড়িটিকে থামান ওই কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর। তাঁরা গাড়িটির চালককে জরিমানা দিতে বলেন। কিন্তু শেষপর্যন্ত ৫০০ টাকা নিয়েই গাড়িটি ছেড়ে দেন ওই দুই পুলিশকর্মী। তাঁরা গাড়িটির চালককে বলেন, পরবর্তী টোল ট্যাক্সে আর কোনও পুলিশকর্মী ধরবেন না। সবাই সিট বেল্ট বেঁধে নিলেই চলবে।