টোকিও: কমনওয়েলথ গেমসের সিঙ্গেলসে সোনাজয়ী লক্ষ্য সেন (Lakshya Sen) হালে দুরন্ত ফর্মে ছিলেন। সেই ফর্মে ভর করেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ (BWF World Championships) জয়েরও স্বপ্ন দেখছিলেন তরুণ ভারতীয় শাটলার। তবে প্রি-কোয়ার্টার ফাইনালেই তাঁর দৌড় থামিয়ে দিলেন স্বদেশীয় এইএস প্রণয় (HS Prannoy)। তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট, টোকিওয় বিশ্বচ্যাম্পিয়নশিপে জিতলেন প্রণয়।


পিছিয়ে পড়েও কামব্য়াক


এ বছরে চতুর্থবার মুখোমুখি হয়েছিলেন লক্ষ্য ও প্রণয়। আগের তিন ম্য়াচের মধ্যে দুইটি জিতে খানিকটা এগিয়ে ছিলেন লক্ষ্যই। এক ঘণ্টা ১৫ মিনিট লম্বা ম্যাচের শুরুটাও তিনিই বেশি ভাল করেন। ১৭-২১ স্কোরলাইনে লক্ষ্য প্রথম গেম জিতে নেন। তবে প্রণয়ও হাল ছেড়ে দেননি। পরের দুই গেমে দুরন্ত লড়াই করে ছিনিয়ে নেন ম্যাচ। দ্বিতীয় ও তৃতীয় গেমে প্রণয়ের পক্ষে স্কোর যথাক্রমে ২১-১৬, ২১-১৭। এই জয়ের ফলে বিশ্বচ্যাম্পিয়নশিপের শেষ আটে পৌঁছে গেলেন প্রণয়। তিনি পরের রাউন্ডে চিনের ঝাউ জুন পেঙ্গের মুখোমুখি হবেন।


 






বিদায় সাইনা, অর্জুনদের


তবে প্রণয় কোয়ার্টারফাইনালে পৌঁছলেও, মহিলাদের সিঙ্গেলসে তার পুনরাবৃত্তি ঘটাতে পারলেন না সাইনা নেহওয়াল (Saina Nehwal)। ৩২ বছর বয়সি তারকা ভারতীয় শাটলার বুসানানের বিরুদ্ধে তিন গেমের লড়াইয়ে কড়া টক্কর দিয়েও শেষ পর্যন্ত পরাজিত হলেন। প্রথম গেম ১৭-২১ হারার পর সাইনা দ্বিতীয় গেম ২১-১৬ স্কোরলাইনে নিজের নামে করেন। তবে শেষমেশ তৃতীয় গেমে ১৩-২১ হেরে ম্যাচও খোয়ান সাইনা।


অপরদিকে, অবাছাই ভারতীয় জুটি ধ্রুব কাপিলা ও এমআর অর্জুন নিজেদের প্রথম বিশ্বচ্যাম্পিয়নশিপ কোয়ার্টার ফাইনালে পৌঁছলেও সেখানেই তাঁদের সফর শেষ হয়ে যায়। প্রি-কোয়ার্টার ফাইনালে অষ্টম বাছাই জুটিকে হারিয়েছিলেন অর্জুনরা। কোয়ার্টার ফাইনালে লড়াইটা ছিল তৃতীয় বাছাই ইন্দোনেশিয়ান জুটি হেন্দ্রা সেটিয়াওয়ান ও মহম্মদ এহসানের বিরুদ্ধে। এই জুটির বিরুদ্ধে বিগত চার ম্য়াচই হেরেছিলেন অর্জুনরা। পঞ্চম ম্যাচেও লড়াই করে সেই হারতেই হল। ৮-২১ ও ১৪-২১ স্কোরলাইনে স্ট্রেট গেমে পরাজিত হন অর্জুনরা।  


আরও পড়ুন: একাধিক তারকা মুখোমুখি হবেন প্রাক্তন দলের, নির্ধারিত হল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপগুলি