ইস্তানবুল: বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ইস্তাবুলে এ বারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপগুলি নির্ধারিত হয়ে গেল। প্রতিবারের ন্যায় এ বারেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে (UEFA Champions League Group Stage Draw) বেশ কিছু হেভিওয়েট লড়াই চোখে পড়বে। এই গ্রুপ বাছাইয়ে বেশ নজর কেড়েছে একগুচ্ছ তারকার তাদের প্রাক্তন দলের বিরুদ্ধে মাঠের সম্ভাবনা। রবার্ট লেওয়ানডস্কি, আরলিং হালান্ডরা এ বারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই তাঁদের প্রাক্তন দলের মুখোমুখি হবেন।
'গ্রুপ অফ ডেথ'
এ বারের গ্রুপগুলির মধ্যে 'গ্রুপ অফ ডেথ' বা সবচেয়ে শক্তিশালী গ্রুপ মনে করা হচ্ছে গ্রুপ 'সি'-কে। এই গ্রুপে একই সঙ্গে গত বারের বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের পাশাপাশি রয়েছে লা লিগা ও সিরি এ-র গতবারের দুই রানার্স আপ দল, যথাক্রমে বার্সেলোনা ও ইন্টার মিলান। বায়ার্ন ও বার্সা এক গ্রুপে পড়ায় সদ্য বাভেরিয়া থেকে কাতালান ক্লাবে যোগ দেওয়া লেওয়ানডস্কিকে বার্য়ানের বিরুদ্ধেই মাঠে নামতে হবে। এই গ্রুপের চতুর্থ দল ভিক্টোরিয়া প্লেজেন।
এছাড়া বায়ার্নের চরম প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডও তাদের প্রাক্তন তারকা স্ট্রাইকার হালান্ডকে স্বাগত জানাবে। হালান্ডও লেওয়ানডস্কির মতোই এ মরসুমে দলবদল করেছেন। তিনি ডর্টমুন্ড ছেড়ে যোগ দিয়েছেন ম্যাঞ্চেস্টার সিটিতে। এ বারের চ্যাম্পিয়ন্স লিগে এই দুই দলই রয়েছে গ্রুপ 'জি'-তে। অ্যাঞ্জেল ডি মারিয়া, অলিভিয়ের জিরুরাও ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় গ্রুপ পর্বে নিজেদের প্রাক্তন দলের মুখোমুখি হবেন।
সহজ গ্রুপে রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের গ্রুপ তুলনামূলক সহজ। তারা গ্রুপ 'এফ'-এ লাইপজিং, শাখতার ও সেল্টিকের সঙ্গে রয়েছেন। রানার্স আপ লিভারপুলের গ্রুপ তুলনামূলক কঠিন। তারা গ্রুপ 'এ'-তে নাপোলি, আয়াক্স ও রেঞ্জার্সের সঙ্গে রয়েছে। সেপ্টেম্বরের ৬ ও ৭ তারিখে এবারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব শুরু হবে। এ বারে মাঝ মরসুমেই বিশ্বকাপের আসর বসছে। তাই সবদলই নয় সপ্তাহের মধ্যেই নিজেদের ছয়টি গ্রুপ পর্বের ম্য়াচ খেলবে। নভেম্বরের ১ ও ২ তারিখ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্য়াচগুলি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: উয়েফার বিচারে সেরা কোচ হলেন আনসেলোত্তি, সেরা ফুটবলারের পুরস্কার উঠল কার হাতে?