কোপেনহেগেন: দুরন্তভাবে বিশ্বের এক নম্বর শাটলার ভিক্টর অ্যাক্সেলসনকে হারিয়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (BWF World Championships) পদক সুনিশ্চিত করেছিলেন এইচএস প্রণয় (HS Prannoy)। আশা ছিল তিনি প্রথম ভারতীয় পুরুষ হিসাবে স্বর্ণপদক জিতবেন। তবে তেমনটা হল না। কুনলাভূত ভিতিদসরনের বিরুদ্ধে সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজিতই হতে হল প্রণয়কে।


তিনবারের জুনিয়র চ্যাম্পিয়ন কুনলাভূতের বিরুদ্ধে প্রথম গেম ২১-১৮ স্কোরলাইনে জিতলেও, ১৩-২১, ১৪-২১ স্কোরলাইনে পরের দুই গেম হেরে স্বপ্নভঙ্গ হল ভারতের তারকা শাটলারের। প্রথম দুই গেমের একটিতে প্রণয় ও অপরটিতে কুনলাভূত দাপট দেখান। ফলে তৃতীয় গেমের মাধ্যমেই ম্যাচ নির্ধারিত হওয়ার কথা ছিল। এমন পরিস্থিতিতে প্রণয় শুরুটাই ভাল করতে পারেননি। গোটা গেমেই তিনি পিছিয়ে ছিলেন। কোনও অবস্থাতেই আর লড়াই করলেও লিড পেতে পারেননি বিশ্বের সাত নম্বর শাটলার।


 






 


ফলে শেষমেশ ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল প্রণয়কে। এটি অবশ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর প্রথম ও ভারতের ১৪তম পদক। ভারতের হয়ে পিভি সিন্ধু (PV Sindhu) একাই বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি সোনাসহ মোট পাঁচটি পদক জিতেছেন। প্রথম ভারতীয় হিসাবে প্রকাশ পাড়ুকোন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেছিলেন। তবে পরাজিত হলেও, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০১১ সাল থেকে ভারতের অন্তত একটি পদক নিয়ে ফেরার রীতি বজায় রাখলেন প্রণয়।


ব্যাডমিন্টন সংস্থার প্রধান সঞ্জয় মিশ্র (Sanjay Mishra) প্রণয়ের সাফল্যে উচ্ছ্বসিত। তিনি বলেন, 'প্রণয়ের জন্য এটা দারুণ একটা সপ্তাহ ছিল। দুইজন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে একই সপ্তাহে হারানোটা কিন্তু মুখের কথা নয়। এই ব্রোঞ্জ পদকটা ওর খাটা খাটনি, হার না মানা মনোভাবেরই পরিচয়বাহক। আমরা ভারতীয় ব্যাডমিন্টন সংস্থায় খুব খুশি। কারণ ২০১১ সাল থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমাদের শাটলারদের ধারাবাহিকভাবে পদক জেতাটা অব্যাহত রইল। আসন্ন প্রতিযোগিতাগুলিতে প্রণয় যেন আরও সাফল্য পায়। ওর জন্য আমার শুভকামনা রইল।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বাংলায় আসছেন দাবা বিস্ময় প্রজ্ঞাননন্দ, কলকাতায় জাতীয় দলের এশিয়ান গেমসের প্রস্তুতি শিবির