টোকিও: জাপানের টোকিও শহরে শুরু হয়ে গিয়েছে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ (World Championships)। চোটের কারণে ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তবে আরেক কৃতি শাটলার সাইনা নেহওয়াল (Saina Nehwal) কিন্তু শুরুটা ভালই করলেন। মঙ্গলবার (২৩ অগাস্ট) নিজের প্রথম রাউন্ডের ম্যাচে সহজেই হংকংয়ের চুং ইয়াইকে স্ট্রেট গেমে পরাজিত করলেন সাইনা।


সহজ জয় সাইনার


বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা শাটলার সাইনা মাত্র ৩৮ মিনিটেই নিজের ম্যাচ জিতে যান। তিনি ২১-৯, ২১-৯ স্কোরলাইনে নিজের ম্যাচটি জিতে নেন। এই জয়ের জেরে সোজাসুজি প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন সাইনা। কারণ নজুমি ওকুহারা চোটের জেরে আগেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্য়াহার করে নিয়েছেন। তাই দ্বিতীয় রাউন্ডে আর ম্যাচ খেলতে নামতে হবে না সাইনাকে। তিনি সরাসরি শেষ ১৬-এ নিজের নাম লিখিয়ে ফেললেন। এর আগে সাইনা বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো ও ব্রোঞ্জ জিতলেও, কোনওদিন সোনা জেতেননি। এবার সেই অধরা স্বপ্ন পূরণ করার লক্ষ্যেই কোর্টে নেমেছেন ৩২ বছর বয়সি ভারতীয় শাটলার। 


জুলাইয়ে সিঙ্গাপুর ওপেনে সাইনা নিজের পুরনো ছন্দে ফেরার হালকা আভাস দিয়েছিলেন। হে বিংজাওকে হারিয়ে ১৬ মাস পর প্রথমবার কোনও টুর্নামেন্টের কোয়ার্টারে পৌঁছেছিলেন তিনি। এই ম্যাচেও তাঁর ফর্মের ঝলক দেখা যায়। প্রথম গেমে ৪-৭ পিছিয়ে পড়েও, বিরতির পরে স্কোর ১২-১১ করে ফেলেন সাইনা। হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। কিন্তু ১৯-১৯ গেম সমতায় থাকাকালীনই দুই পয়েন্ট জিতে প্রথম গেম নিজের নামে করেন সাইনা। দ্বিতীয় গেমে নিজের জয়ের মোমেন্টামটা অব্যাহত রাখেন সাইনা। বিরতিতে তিনি ১১-৬ এগিয়েইছিলেন। তারপর আজ নিজের দখল থেকে ম্যাচ হাতছাড়া হতে দেননি সাইনা। সহজেই জিতে যান তিনি।


ডাবলসে ভারতীয়দের দাপট


সাইনার পাশাপাশি ভারতীয় মহিলা ডাবলস জুটি টেরেসা জলি ও গায়েত্রী গোপীচন্দও জয় দিয়ে নিজেদের টুর্নামেন্ট শুরু করেছেন। ভারতীয় তরুণীরাও দুরন্তভাবে নিজেদের ম্যাচ দাপুটে মেজাজে মাত্র ৩১ মিনিটেই জিতে নেন। ম্যাচের স্কোর ২১-১১, ২১-১৩। এছাড়া অশ্বিনী ভট্ট এবং শিখা গৌতমের জুটিও নিজেদের ম্যাচে জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। তাঁরাও স্ট্রেট গেমে জয় পায়। মাত্র ৩০ মিনিটে ২১-৮, ২১-১৪ স্কোরলাইনে প্রতিপক্ষকে হেলায় হারায় তারা।


আরও পড়ুন: