কলকাতা: ৩১শে জুলাই সিএবির বার্ষিক সাধারণ সভা। এবারের বার্ষিক সাধারণ সভায় নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল। তবে সূত্রের খবর, শুধুমাত্র সভাপতি পদে নির্বাচনের সম্ভাবনা প্রায় নেই-ই। অর্থাত্ ফের একবার সিএবির সভাপতি পদে দেখা যেতে পারে সৌরভকেই। ২৩শে জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।


সিএবিতে বেজে গেল নির্বাচনের দামামা। শনিবার ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামি ৩১শে জুলাই হবে সিএবির বার্ষিক সাধারন সভা। সিএবির অন্দরে জোর আলোচনা, ৩১শে জুলাই কি হবে নির্বাচন? সূত্রের খবর, সভাপতি পদে নির্বাচনের সম্ভাবনা প্রায় নেই। আগামি ২৩শে জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। তবে নির্বাচন শুরুর আগে সিএবির সব কর্তাদেরই চোখ লোধা কমিটির রিপোর্ট নিয়ে আদালতের চূড়ান্ত রায়ের দিকে।

ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ২৩শে জুলাই-ই হবে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যেখানে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে পুরস্কৃত হতে চলেছে সুদীপ চট্টোপাধ্যায় ও লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেতে চলেছেন গোপাল বসু। এদিনই কর্নাটকে একটি আমন্ত্রণী মূলক টুর্নামেন্টের জন্য দল ঘোষণা হল বাংলার। একঝাঁক নতুন মুখ নিয়ে গড়া হয়েছে দল। বিশ্রাম দেওয়া হয়েছে অশোক দিন্দাকে। অধিনায়ক মনোজ তিওয়ারি থাকলেও, তিনি যোগ দেবেন একটি ম্যাচের পর। টুর্নামেন্ট খেলতে বাংলা দল রওনা দিচ্ছে ১৬ই জুলাই।