নয়াদিল্লি: ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক ঋতু রানিকে আসন্ন রিও অলিম্পিকের দল থেকে বাদ দেওয়া হচ্ছে। ৩৬ বছর বছর ঋতুর নেতৃত্বে অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছে ভারতীয় মহিলা দল। কিন্তু ঋতুকেই অলিম্পিকে নিয়ে যাওয়া হচ্ছে না। খারাপ পারফরম্যান্স এবং ব্যবহারিক সমস্যার জন্যই তাঁকে দলে রাখা হবে না বলে জানিয়েছেন টিম ম্যানেজমেন্টের এক সদস্য।


 

অলিম্পিকের জন্য বেঙ্গালুরুতে ভারতীয় মহিলা হকি দলের প্রস্তুতি শিবির চলছিল। সেই শিবিরে ঋতুও ছিলেন। কিন্তু দল থেকে বাদ পড়ার ইঙ্গিত পেয়ে তিনি শিবির ছেড়ে চলে গিয়েছেন। দলের এক সদস্য ঋতুর বাদ পড়ার খবর স্বীকার করে বলেছেন, তাঁকে বারবার পারফরম্যান্স ভাল করতে বলা হয়েছিল। তাছাড়া তাঁর আচরণ নিয়েও সমস্যা রয়েছে। সেই কারণেই বাদ দেওয়া হচ্ছে তাঁকে।

ভারতীয় দলের শিবির শনিবার শেষ হয়েছে। রবিবার খেলোয়াড়রা দিল্লি যাচ্ছেন। সেখানেই অলিম্পিকের চূড়ান্ত দল ঘোষণা হবে। তার আগেই ঋতুকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বদলে রানি রামপাল অলিম্পিকে ভারতীয় দলের অধিনায়ক হতে পারেন বলে দল সূত্রে খবর।

 

এ বিষয়ে ঋতুর প্রতিক্রিয়া মেলেনি। তবে হকি ইন্ডিয়ার সভাপতি নরিন্দর বাত্রার দাবি, দল ঘোষণার আগেই ঋতু শিবির ছেড়ে চলে গিয়ে অপরিণত মানসিকতার পরিচয় দিয়েছেন। ১২ জুলাই দল ঘোষণা হবে। তার আগের দিন এগজিকিউটিভ বোর্ডের বৈঠকে দল চূড়ান্ত হবে। টিম ম্যানেজমেন্ট অধিনায়ক ও সহ অধিনায়কের বিষয়ে মতামত দিয়েছে। তবে দল চূড়ান্ত হওয়ার আগে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।