কলকাতা: প্রাক্তন ক্রিকেটার গোপাল বসুকে ‘কার্তিক বসু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মান জানাল সিএবি। তাঁকে ব্লেজার, ফুলের তোড়া, ট্রফি এবং দু লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে।
এই অনুষ্ঠানেই প্রাক্তন আন্তর্জাতিক আম্পায়ার সুনীত কুমার ঘোষকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় গোপাল ও সুনীতের হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন।
প্রাক্তন ডান হাতি ব্যাটসম্যান এবং অফ স্পিনার গোপাল ৭৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৩,৭৫৭ রান করেছিলেন। তিনি ৭২টি উইকেটও নেন। ১৯৭৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি মাত্র একদিনের ম্যাচে ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই ম্যাচে ৭৩ রান করার পরেও একটি বেসরকারি টেস্ট ছাড়া আর কোনও আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পাননি গোপাল। পরে তিনি ২০০৭-০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের ম্যানেজার হয়েছিলেন। বাংলার বিভিন্ন বয়সভিত্তিক দলেরও ম্যানেজার হয়েছেন গোপাল। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়ার জন্য সিএবি-কে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
গোপাল বসুকে আজীবন স্বীকৃতি দিল সিএবি
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jul 2016 03:49 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -