কলকাতা: সিএবির (CAB) স্থানীয় ক্রিকেটের দলবদল ও সইপর্ব শুরু হয়েছে বৃহস্পতিবার। বরাবরের প্রথা মেনে ১ সেপ্টেম্বর থেকে। সইপর্ব চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আর দলবদলের দ্বিতীয় দিনই ঘর গুছিয়ে নিল ভবানীপুর (Bhawanipur Cricket Club)। যারা গত মরসুমে প্রথম ডিভিশন লিগে চ্যাম্পিয়ন হয়েছিল।


দশ বছর পর ভবানীপুর ক্লাবে আবার একসঙ্গে খেলতে দেখা যাবে ঋত্বিক চট্টোপাধ্যায় আর কৌশিক ঘোষকে। মোহনবাগান থেকে বিবেক সিংহকে তুলে নিয়ে চমক দিল ভবানীপুর ক্লাব। পাশাপাশি ভবানীপুরে থেকে গেলেন সন্দীপন দাস, প্রদীপ্ত প্রামাণিক, আমির গনি, দুর্গেশ দুবে, অভিষেক দাস, অভিষেক রামন, দীপাঞ্জন মুখোপাধ্যায়, রবিকান্ত সিংহরা। স্থানীয় ক্রিকেট মরসুম শুরু হতে এখনও বেশ কিছুদিন বাকি। তবে এখন থেকেই দলের অধিনায়কের নাম ঘোষণা করে দিয়েছেন ভবানীপুরের কোচ আব্দুল মোনায়েম। জানিয়েছেন, সন্দীপন দাসের হাতে এবারও থাকছে নেতৃত্বের ভার।


শুক্রবার ঘর গুছিয়ে নিল রাজস্থান ক্লাবও। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার ক্লাব হিসাবে পরিচিত রাজস্থান ক্লাবে থেকে গেলেন অভিজ্ঞ ক্রিকেটার ময়ূখ বিশ্বাস। পাশাপাশি এ বছর দলে একাধিক নতুন মুখ সই করেছেন।


এদিন দলবদল ও ক্রিকেটারদের সইপর্ব সম্পন্ন করেছে পাইকপাড়া ক্লাবও। দলের কোচ প্রদীপ্ত মজুমদার। আসন্ন স্থানীয় ক্রিকেটের মরসুমে দলের ভাল পারফরম্যান্স নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। প্রতিভাবান অফস্পিনার ব্যাটার সৌরভ হালদার এবছর খেলবেন পাইকপাড়া ক্লাবের হয়ে।


শুক্রবার দলবদল ও সইপর্ব সেরে নিয়েছে বাণী নিকেতন ক্লাব। এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে এ বছর দলগঠন করল বাণী নিকেতন ক্লাব। দলবদল সেরে নিয়েছে মোহনলাল ক্লাবও। বেশ কিছু তরুণ ক্রিকেটারকে নিয়ে দল গড়েছে মোহনলাল ক্লাব। দলের কোচ কোবিন্দ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ময়দানের বড় ক্লাবগুলির সঙ্গে পাল্লা দিতে তৈরি তাঁরা।


দলবদল ও ক্রিকেটারদের সইপর্ব সেরে ফেলেছে ক্যালকাটা পোর্ট ট্রাস্ট। এবছর একাধিক অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নিয়েছে পোর্ট ট্রাস্ট। এবছর পোর্টের কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিম গঙ্গোপাধ্যায়কে। যিনি পোর্টেরই প্রাক্তন ক্রিকেটার। ক্যালকাটা পোর্ট ট্রাস্টের বর্তমান কর্তা তথা প্রাক্তন ক্রিকেটার কৌশিক মুখোপাধ্যায় তাঁর দলকে নিয়ে খুবই আশাবাদী বলে জানিয়েছেন।


দলবদল সেরে নিয়েছে আনন্দবাজার স্পোর্টস ক্লাব ও কুমারটুলি ক্লাবও। কুমারটুলি দলের কর্তা প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আসন্ন মরসুমে চমক দেবে তাঁর দল।


আরও পড়ুন: বিশ্বের যে কোনও দলকে ধ্বংস করতে পারে, সতীর্থকে মাঠেই কুর্নিশ কোহলির