কলকাতা: দেব, ইশা.. আর তাঁদের মনের গল্প । মুক্তি পেল 'কাছের মানুষ' (Kacher Manush)-এর প্রথম গান 'চুম্বক মন'। আর গানের সুরে, ফ্রেমে, ধরা রইল কলকাতার আনাচ কানাচ । গানের শুরুতেই ইশা দেবকে চারটি খাবারের নাম বলেন, ফুচকা, এগরোল, ঝালমুড়ি আর তেলেভাজা। দেব বেছে নিলেন এগরোল । তারপর? তারপর আর কি.. এগরোলে কামড় দিয়ে উত্তর কলকাতার অলিগলিতে ঘুরে বেড়াল ক্যামেরা, আর উষা উত্থুপের গলায় 'চুম্বক মন'। 


এই বছরের পুজোয় মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব অভিনীত 'কাছের মানুষ'। আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। গত বছর মহালয়ায় ছবির নাম ঘোষণা করা হয়। প্রথম মোশন পোস্টারে দেখা যায় রেল লাইন ধরে ট্রেন এগিয়ে আসছে। আর পোস্টারের শেষে দেখা গিয়েছিল, লাইনে মুখোমুখি বসে রয়েছেন প্রসেনজিৎ ও দেব ।


আরও পড়ুন: Amitabh Bacchan: পড়াশোনা না করে লুকিয়ে ক্রিকেটের ধারাভাষ্য শুনতেন অমিতাভ, 'কেবিসি'-র সেটে ছোটবেলার স্মৃতিচারণ


পথিকৃৎ বসু (Pothikrit Basu) পরিচালিত ছবির মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরের গ্রীষ্মে। তবে সেই তারিখ পিছিয়ে পরে পুজোর সময়ের কথা জানানো হয়। ছবিতে রয়েছেন ইশা সাহাও। ২৪ ফেব্রুয়ারি শেষ হয় 'কাছের মানুষ' ছবির শ্যুটিং। সেটে আনা হয় বিশাল কেক। সেদিন কেক কেটে শ্যুটিংয়ের শেষ দিন উদযাপন করা হয়।


গানের কথায় কথায় জড়ানো প্রেম, সঙ্গীতে খুঁজে না পাওয়ার ভয় আবার আনন্দ, সব মিলিয়ে কলকাতার ফ্রেমে নস্ট্যালজিয়া জড়ালেন দেব-ইশা।