কলকাতা: প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার গৌতম সোম (সিনিয়র) (Bengal Cricket News)। দীর্ঘদিন রোগভোগের পর শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। গৌতম রেখে গেলেন স্ত্রী ও পুত্রকে।
সিএবি সূত্রে খবর, শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়েছে। দীর্ঘ দিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার জীবনাবসান হয়েছে।
বাংলার হয়ে সাতটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন গৌতম (Gautam Shome Sr.)। ডানহাতি মিডিয়াম পেসার ছিলেন। ৭ ম্যাচে ১৭টি উইকেট ছিল তাঁর। পাশাপাশি ৬টি লিস্ট এ ম্যাচও খেলেছেন তিনি। লিস্ট এ ক্রিকেটে নিয়েছেন ৫টি উইকেট।
ক্রিকেট ছাড়ার পরে আম্পায়ার এবং পর্যবেক্ষক হিসাবে কাজ করেছিলেন। ১৯৮৪-১৯৮৬ পর্যন্ত দু’বছরের ঘরোয়া ক্রিকেটজীবনে তিনি মোট ২২টি উইকেট নিয়েছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার বাংলার ক্রিকেটের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
গৌতম সোম সিনিয়রের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝা, যুগ্মসচিব দেবব্রত দাস, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীরা।
ভাল জায়গায় বাংলা
রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালের তৃতীয় দিনও বাংলার হাতে ম্যাচের রাশ। মধ্যপ্রদেশের প্রথম ইনিংস মাত্র ১৭০ রানে গুটিয়ে দিল বাংলা (Ben vs MP)। পেয়ে গেল ২৬৮ রানের বিরাট লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ৫৯/২। কর্ণ লাল ১৯ রান করে ও অভিমন্যু ঈশ্বরণ ১৭ রান করে ফিরে গিয়েছেন। তবে ৩৯/২ হয়ে যাওয়ার পর বাংলাকে টানছেন প্রথম ইনিংসের দুই নায়ক অনুষ্টুপ মজুমদার ও সুদীপ ঘরামি। অনুষ্টুপ ৯ রানে ও সুদীপ ঘরামি ১২ রানে ক্রিজে আছেন। ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা মাথায় রেখেও কেউ কেউ বলছেন, অন্তত সাড়ে চারশো রানের লিড নিলে সরাসরি ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে বাংলার।
মধ্যপ্রদেশ গতবারের চ্যাম্পিয়ন। তার ওপর খেলা হচ্ছে রজত পতিদারদের ঘরের মাঠে। ইনদওরের হোলকার স্টেডিয়ামে। স্বাভাবিকভাবেই মানসিক দিক থেকে সুবিধাজনক জায়গায় থাকার কথা চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেদের। তবে ম্যাচের ফাঁকে বাংলা শিবির উজ্জীবিত বিশেষ একজনের ফোনে। তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায়। জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক ফোন করে বাংলার সেমিফাইনালের হালহকিকত নিয়ে খোঁজ খবর নিয়েছেন। যা বাংলার ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করে তুলেছে।