কলকাতা: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ (ODI World Cup)। মাঝে আর দু'সপ্তাহও সময় নেই। গোটা দেশ জুড়ে সাজো সাজো রব। পিছিয়ে নেই বাংলাও। ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ আয়োজিত হবে। যার মধ্যে রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা বা পাকিস্তান বনাম ইংল্যান্ডের মতো হাইভোল্টেজ ম্যাচ।
আর বিশ্বকাপের আগে সিএবি-র কাছে বিশেষ আর্জি জানালেন সংস্থার প্রাক্তন যুগ্ম-সচিব বিশ্বরূপ দে। যিনি সিএবি-র কোষাধ্যক্ষও ছিলেন। লোঢা কমিটির সুপারিশে সিএবি-র গঠনতন্ত্র সংশোধিত হওয়ার পর যিনি সিএবি-র ক্রিকেট প্রশাসন থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। এখন তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। কলকাতা পুরসভার কাউন্সিলরও। পাশাপাশি সিএবি অনুমোদিত সেন্ট্রাল ক্যালকাটা স্পোর্টস ক্লাবের সচিবও।
শুক্রবার বিশ্বরূপ সিএবি-কে চিঠি দিয়ে বিশ্বকাপ আয়োজনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি দাবি জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে প্রাপ্ত অর্থের কিছুটা অংশ সিএবি অনুমোদিত ক্লাব ও সংস্থাগুলির মধ্যে ভাগ করে দিতে। বিশ্বরূপ চিঠির শুরুতেই উল্লেখ করেছেন যে, ২০১৩ সালে বোর্ডের অন্তর্বর্তী প্রেসিডেন্ট থাকাকালীন ২০২৩ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ভারতের পাওয়ার নেপথ্যে অন্যতম প্রধান ভূমিকা ছিল প্রয়াত জগমোহন ডালমিয়ার। সে জন্য তিনি বোর্ড তথা সিএবি-র প্রাক্তন প্রেসিডেন্টকে ধন্য়বাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি দাবি জানিয়েছেন, সিএবি-র ১২১টি স্বীকৃত ইউনিটকে ১০ লক্ষ টাকা করে উন্নয়ন খাতে দিতে হবে।
বিশ্বরূপের দাবি, এর জন্য আনুমানিক ১২ কোটি টাকা খরচ হবে সিএবি-র। যেখানে বোর্ড থেকে বিশ্বকাপ আয়োজনের জন্য প্রায় ৪০ কোটি টাকা অনুদান পাবে সিএবি। তার একটা অংশ ক্লাব ও স্বীকৃত সংস্থাগুলোকে দিলে পরিকাঠানোর উন্নয়নে সেই অর্থ কাজে লাগানো যাবে বলে মনে করেন প্রাক্তন সিএবি সচিব।
এদিকে ২৯ সেপ্টেম্বর সিএবি-র বার্ষিক সাধারণ সভা। এবারের এজিএমে পদাধিকারীদের মধ্যে কোনও পরিবর্তন হচ্ছে না। তবে সিএবি সূত্রে খবর, অ্যাপেক্স কাউন্সিলে মোহনবাগান ও মহমেডানের মতো ইস্টবেঙ্গলের প্রতিনিধিও থাকতে চেয়েছিলেন। শুক্রবারই ছিল তার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সূত্রের খবর, সেই জায়গায় ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে মনোনয়ন জমা দিয়েছেন সন্দীপ দে। যে কারণে অ্যাপেক্স কাউন্সিলে সম্ভবত লাল-হলুদ শিবিরের কারও থাকা হচ্ছে না।
আরও পড়ুন: কোন মন্ত্রে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেট, ফাঁস করলেন শামি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন