মোহালি: ওয়ান ডে ক্রিকেটে জাতীয় দলের প্রথম একাদশে আচমকাই তিনি যেন ব্রাত্য হয়ে পড়েছিলেন। তবে শুক্রবার মোহালিতে মহম্মদ শামি (Mohammed Shami) দেখিয়ে দিলেন, ওয়ান ডে ক্রিকেটেও তিনি আগুন জ্বালতে পারেন বল হাতে। ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার (Ind vs Aus) ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন।


অস্ট্রেলিয়াকে ২৭৬ রানে অল আউট করে দেওয়ার পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে শামি বললেন, 'নিজের এই পারফরম্যান্সে আমি খুব খুশি। সিরাজ়ের সঙ্গও আমি উপভোগ করি। সঠিক জায়গায় বল করাটা গুরুত্বপূর্ণ। সেটাই ছন্দ ঠিক করে দেয়। হ্যাঁ, মোহালিতে বেশ গরম। উইকেটে পেসারদের জন্য খুব বেশি সাহায্যও ছিল না। তাই একমাত্র বিকল্প ছিল ভাল লেংথে বল করে যাওয়া আর বৈচিত্রের মিশেল ঘটানো। প্রচেষ্টা করে উইকেট পেলে ভাল লাগে। এটা দলের পক্ষেও ভাল। নিজের আত্মবিশ্বাসের পক্ষেও ভাল।'


বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আর ২ সপ্তাহ বাকি। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পেস আক্রমণে কোন ত্রয়ীকে দেখা যাবে? যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ়, শার্দুল ঠাকুর? নাকি বুমরা, সিরাজ়ের সঙ্গে মহম্মদ শামি (Mohammed Shami)?


প্রশ্নটা আরও জোরাল হয়ে উঠল মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের পর। যেখানে অস্ট্রেলিয়া ইনিংসকে তছনছ করে দিলেন শামি। বাংলার পেসারের গতির আগুনের কোনও জবাব ছিল না অজ়ি ব্যাটারদের কাছে। শেষ পর্যন্ত শামির বোলিং পরিসংখ্যান দাঁড়াল ১০-১-৫১-৫।


শামির গতির ধাক্কায় মোহালিতে অস্ট্রেলিয়াও ধাক্কা খেল। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে অস্ট্রেলিয়া তুলল ২৭৬ রান। শামির ৫১ রানে ৫ উইকেটই ওয়ান ডে কেরিয়ারে তাঁর সেরা বোলিং। মোহালিতে মহম্মদ সিরাজ়কে খেলায়নি ভারত। এশিয়া কাপের ফাইনালের নায়ককে বিশ্রাম দেওয়া হয়েছিল। তাঁর পরিবর্তে সুযোগ পান শামি। আর সুযোগ পেয়েই বল হাতে আগুন ছোটালেন।


এদিন তিন পেসার হিসাবে ভারত খেলায় যশপ্রীত বুমরা, শামি ও শার্দুল ঠাকুরকে। প্রথম দুই ম্যাচে নেই হার্দিক পাণ্ড্য। যিনি পেসার অলরাউন্ডার হিসাবে দলের ভরসা। বিশ্বকাপের দলে প্রথম একাদশে খেলবেন হার্দিক। বুমরা ও সিরাজ়ের জায়গাও পাকা। বিশ্বকাপের আগে ব্যাটিংয়ের দক্ষতার জন্য শামির চেয়ে শার্দুলকে এগিয়ে রাখছিল টিম ম্যানেজমেন্ট। যদিও শামির বল হাতে পারফরম্যান্স রাহুল দ্রাবিড়-রোহিত শর্মাদের সব হিসেবনিকেশ ওলট পালট করে দিতে পারে।


আরও পড়ুন: বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা দক্ষিণ আফ্রিকার, ছিটকে গেলেন দুই তারকা ক্রিকেটার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial