কলকাতা: মহিলাদের ক্রিকেটের উন্নয়নে ফের একবার উদ্যোগী বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। বেঙ্গল উইমেন্স টি-টোয়েন্টি ব্লাস্টের দ্বিতীয় মরসুম আয়োজন করল সিএবি।
সিএবি (CAB) সূত্রে খবর, রাজ্যের প্রায় একশো মহিলা ক্রিকেটার নিজেদের প্রতিভা চেনানোর সুযোগ পাবেন বেঙ্গল উইমেন্স টি-টোয়েন্টি ব্লাস্টে। এই টুর্নামেন্টের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারের কথাও ভাবা হয়েছে। ২০২৩ সাল থেকে মহিলাদের আইপিএল শুরু করার পথে ভারতীয় ক্রিকেট বোর্ড। যে কারণে সব ফ্র্যাঞ্চাইজিরই নজর থাকবে দেশের বিভিন্ন প্রান্তের মহিলা ক্রিকেটারদের ওপর। সেই দিক থেকে দেখতে গেলে বেঙ্গল উইমেন্স টি-টোয়েন্টি ব্লাস্ট বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এই টুর্নামেন্টে ভাল খেলা মানে আইপিএলের বিভিন্ন দলের স্পটারদের নজরে পড়ে যাওয়ার সুবর্ণ সুযোগ থাকছে।
সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, 'বেঙ্গল উইমেন্স টি-টোয়েন্টি ব্লাস্টের দ্বিতীয় মরসুম শুরু হল। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্লাবগুলিকে ধন্যবাদ। মহিলাদের আইপিএল ও জাতীয় মহিলা ক্রিকেট দলে ঢোকার দাবি জানাতে এই টুর্নামেন্টের পারফরম্যান্স পাথেয় হয়ে দাঁড়াতে পারে বলেই আমাদের বিশ্বাস।'
১৭ দিন ধরে হবে টুর্নামেন্ট। ৬টি দল মোট ৩৩টি ম্যাচ খেলবে। প্রত্যেকটি ম্যাচ হবে বীরভূমের এমজিআর স্পোর্টস অ্যাকাডেমিতে। ৬টি দল হল বরানগর স্পোর্টিং ক্লাব, জিমখানা, কালীঘাট ক্লাব, মহমেডান স্পোর্টিং ক্লাব, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ও রাজস্থান ক্লাব। ফ্যান কোড অ্যাপে সরাসরি দেখা যাবে ম্যাচ।
আরও পড়ুন: মেসি অবিশ্বাস্য, বললেন মারাদোনার বিরুদ্ধে খেলা অস্ট্রেলিয়ার কোচ