সন্দীপ সরকার, কলকাতা: গড়াপেটার অভিযোগ উঠেছিল স্থানীয় ক্রিকেটে (CAB Local Cricket)। সুপার ডিভিশন লিগে টাউন ক্লাব বনাম মহমেডানের (Town and Mohammedan Club) দ্বৈরথে ম্যাচ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল সাদা-কালো শিবিরের বিরুদ্ধে। বলা হয়েছিল, বাইরের ক্রিকেটার খেলানো নিয়ে অভিযোগ করা হবে না, এমন প্রতিশ্রুতির বিনিময়ে নাকি মহমেডানকে ম্যাচ ছাড়ার প্রস্তাব দিয়েছিল টাউন ক্লাব। পাল্টা টাউন ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছিল, ম্যাচের প্রথম দিনই বাইরের ক্রিকেটার খেলানো নিয়ে সিএবি-তে অভিযোগ করা হয়েছিল। যেখানে দুই দলেরই পরের পর্বে খেলা আটকাচ্ছে না, সেখানে গড়াপেটা করা হবে কোন স্বার্থে, পাল্টা প্রশ্ন তোলা হয়েছিল। মহমেডান ক্লাবও গড়াপেটার অভিযোগ উড়িয়ে দিয়েছিল।


এবার বল গড়াল সিএবি-র অ্যাপেক্স কমিটির কোর্টে। গড়াপেটার অভিযোগ নিয়ে বুধবার টুর্নামেন্ট কমিটির বৈঠক ডেকেছিল সিএবি। সেখানে টাউন বনাম মহমেডানের সেই বিতর্কিত ম্যাচের ফুটেজ চালিয়ে দেখা হয়। হাজির ছিলেন অভিযুক্ত দুই শিবিরের প্রতিনিধিরা। সঙ্গে সেই ম্যাচের আম্পায়ার, পর্যবেক্ষক, স্কোরাররাও। সকলের বয়ান নথিবদ্ধ করা হয়েছে। জানা গেল, বৈঠকে হাজির মহমেডানের শীর্ষ কর্তা কামারউদ্দিন স্বীকার করে নেন, নিয়ম ভেঙে বাইরের ক্রিকেটার খেলানোয় ১০ পয়েন্ট হারাতে হবে জানার পর গোটা শিবির এতটাই মুষড়ে পড়েছিল যে, ইচ্ছাকৃতভাবে ম্যাচ দ্রুত শেষ করতে চেয়েছিল। সেই কারণেই ব্যাটাররা আউট হয়ে যান। এর সঙ্গে গড়াপেটার কোনও সম্পর্ক নেই। তবে ক্রিকেটারেরা যে খেলোয়াড়সুলভ মনোভাব দেখাননি, তা মেনে নিয়েছেন মহমেডান কর্তা। সিএবি-র কাছে সেই জন্য ক্ষমাও চাওয়া হয়েছে। টাউন ক্লাবের পক্ষ থেকে বৈঠকে ছিলেন সিএবি-র যুগ্মসচিব দেবব্রত দাসের পুত্র দেবনিক। তিনি নিজেদের বক্তব্য পেশ করেন।


বৈঠকের শেষে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বললেন, 'আজকের বৈঠকে ক্লাবগুলোকে ডাকা হয়েছিল। বিশদে আলোচনা হল। ক্লাব প্রতিনিধিদের বক্তব্য শোনা হয়েছে। আম্পায়ার, স্কোরার ও অবাজার্ভারের বক্তব্য শোনা হয়েছে। টুর্নামেন্ট কমিটি, ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটি, অবজার্ভার কমিটি, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানেরা ছিলেন। সকলের বক্তব্য নেওয়া হল। প্রায় আড়াই ঘণ্টা ধরে আলোচনা হয়েছে।'


স্নেহাশিস যোগ করেন, 'টুর্নামেন্ট কমিটি কোনও সিদ্ধান্ত নেয়নি। গোটা বিষয়টা অ্যাপেক্স কমিটিতে পাঠানো হয়েছে। ১১ মার্চ অ্যাপেক্স কমিটির বৈঠকে এটা নিয়ে আলোচনা হবে। সবার বক্তব্য মিনিটসে নথিবদ্ধ করা হয়েছে। অ্যাপেক্স কমিটির বৈঠকে সেটা নিয়ে আলোচনা হবে। তারপর অ্যাপেক্স কমিটি সিদ্ধান্ত নেবে।'


মহমেডান কর্তা কামারউদ্দিন ক্লাবের তরফ থেকে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় খুশি স্নেহাশিস। বলেছেন, 'খুব ইতিবাচক অবস্থান। ভুল তো হয়ই। সবার পক্ষে সব আইন জানা সম্ভব নয়। ওরাও জানত না। তবে দারুণ সৌজন্য দেখিয়েছে। এত বড় ও ঐতিহ্যশালী একটা ক্লাব। টাউন ক্লাবও তাদের বক্তব্য রেখেছে। ১১ তারিখ অ্যাপেক্স কমিটির বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'


তবে ভিন রাজ্যের ক্রিকেটার খেলানোর ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট সংস্থার ছাড়পত্র জরুরি বলেই জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট। স্নেহাশিস বলেছেন, 'আমাদের নো অবজেকশন নিতেই হবে। এক রাজ্য থেকে আর এক রাজ্য খেলতে হলে এনওসি দরকার। আমাদের এখানে ক্লাব স্তরে ভাল খেললে তো রাজ্য দলেও সুযোগ পেয়ে যেতে পারে। আমাদের নিয়ম তাই একদম ঠিক আছে।'


আরও পড়ুন: উৎকণ্ঠার মুহূর্তে পাশে দাঁড়িয়েছিলেন পূজারা, অশ্বিনের আচমকা বাড়ি ফেরার কারণ জানালেন স্ত্রী


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে