মুম্বই: আজ তাঁর জন্মদিন। বিশেষ এই দিনটায়, তিরুমালায় গিয়ে পুজো দিলেন অভিনেত্রী জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। সঙ্গে ছিলেন তাঁর চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়া ও ওরি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। 


দীর্ঘদিন ধরেই জাহ্নবীর সঙ্গে শিখরের প্রেমের চর্চা রয়েছে। বিভিন্ন ফিল্মি পার্টিতে একসঙ্গে দেখা যায় তাঁদের। 'কফি উইথ কর্ণ'-তে এসে মুখ ফসকে শিখরের কথা প্রায় বলেই ফেলেছিলেন। আর সেই এপিসোডই যেন অগ্নিতে ঘৃতাহুতি করেছে তাঁর প্রেমের চর্চার। নিজের সম্পর্ক নিয়ে যেমন মুখ খোলেননি সরাসরি, তেমনই তা গোপনও রাখতে চাননি জাহ্নবী। আর তাই, বিভিন্ন বিশেষ দিনে তিনি পাশে চান শিখরকে। আজ, মন্দিরে পুজো দেওয়ার সময়ও সাবেকি পোশাকে তাঁর পাশে ছিলেন শিখর ও বন্ধু ওরি। 


এর আগে, একাধিকবারই নিজের জীবনসঙ্গী, বিয়ে ইত্যাদি বিষয় নিয়ে মুখ খুলেছেন জাহ্নবী। নিজের জীবনসঙ্গীকে নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'যে মানুষ আমার জীবনসঙ্গী হবেন, তিনি যেন নিজে যে কাজটা করছেন সেটাকে ভালবাসেন। আর হ্যাঁ.. আমাকে নিয়েও পাগলামি থাকতে হবে।' নিজের বিয়ে নিয়ে জাহ্নবী বলেছিলেন, তিনি একেবারে সাবেকি কায়দায়, তিরুপতিতে বিয়ে সারতে চান। বিয়ের মেনু হবে দক্ষিণী। সেখানে থাকবে ধোসা, ইডলি, বড়ার মতো খাবার। জাহ্নবীর পরার ইচ্ছা একটি জরি পাড়ের কাঞ্জিভরম শাড়ি পরে, খুব সাদামাটা ভাবে বিয়ে সারার। জাহ্নবী নিজে তিরুপতির ভক্ত। জন্মদিনের মতো যে কোনও বিশেষ দিনে মন্দিরে যান তিনি। আর তাই.. বিয়ের মতো বিশেষ দিনটিও তিনি তিরুমালাতেই পালন করতে চান বলে এর আগে জানিয়েছিলেন।


মায়ের মতোই নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন জাহ্নবী। হয় ও তাই। জাহ্নবী নজর কাড়েন প্রথম ছবিতেই। কিন্তু নায়িকা নয়, মা শ্রীদেবী চাইতেন,  নায়িকা নন, চিকিৎসক হোক জাহ্নবী। কিন্তু জাহ্নবী মনে করেছিলেন, চিকিৎসক হওয়া তাঁর পক্ষে মোটেই সম্ভব নয়। বাবা বনি কপূর অবশ্য বোঝেন, মেয়ের আকর্ষণ রয়েছে বলিউডে। আর তাই... অভিনয় জীবনে পা রাখেন জাহ্নবী।


 






আরও পড়ুন: Janhvi Kapoor Birthday: দক্ষিণী প্রথায় বিয়ের শখ, হওয়ার কথা ছিল চিকিৎসক! জন্মদিনে অজানা জাহ্নবী কপূর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।