কলকাতা: বৃহস্পতিবার আইএফএ  (IFA) শৃঙ্খলারক্ষা কমিটির সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রিমিয়ার ডিভিশনের রেনবো বনাম পুলিশ এসি-র ম্যাচে রেফারির সঙ্গে অভব্য আচরণের জন্য এ এস ও এস রেনবো অ্যাথলেটিক ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর দেবজিৎ ঘোষকে (Debjit Ghosh) এক বছরের জন্য নির্বাসিত করা হল। একই সঙ্গে এক লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে তাঁকে। নির্ধারিত সময়সীমার এক মাসের মধ্যে জরিমানা না দিলে নির্বাসনের মেয়াদ বৃদ্ধি পেয়ে দু বছর হবে।


নার্সারি লিগের দল মহেশতলা  ফুটবল অ্যান্ড স্পোর্টস লাভারস ফোরামকে মাঠে ঢুকে মারামারি করার অপরাধে প্রতিযোগিতা থেকে এবারের মত বহিষ্কার করা হয়েছে। নার্সারি লিগেরই বিজয়গড় ফুটবল ট্রেনিং সেন্টারের  এক  খেলোয়াড় ও কোচকে বয়স ভাঁড়ানোর জন্য নির্বাসিত করা হল। শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যদের সঙ্গে আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশিস সরকার, সহ সভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস, সহ সচিব সুফল রঞ্জন গিরি এবং নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।


দেবজিতের ঘটনাটি ঘটেছিল গত মাসেই। ম্যাচের পরেই ম্যাচ রেফারি আইএফএর কাছে লিখিত অভিযোগ জানিয়ে ছিলেন। তখনই বিপদের আঁচ পেয়েছিলেন প্রাক্তন ভারতীয় ডিফেন্ডার দেবজিৎ। অভিযোগ প্রমাণিত হলে যে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে তা জানতেন তিনি।


সেই জল্পনাই বাস্তব হল। প্রসঙ্গত ২৩ জুলাই কলকাতা লিগের ম্যাচ চলাকালীন রেফারি পর্যবেক্ষক সুব্রত দাসকে শারীরিক নিগ্রহের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে দমদমে অমল দত্ত স্টেডিয়ামে। পুলিশ এসির বিরুদ্ধে ম্যাচে ১-০ এগিয়ে ছিল রেনবো এসি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রেফারি দিন মহম্মদ মোল্লা পেনাল্টি দেয়নি রেনবো এফসিকে। ঘটনায় ক্ষুব্ধ হন রেনবোর টিডি দেবজিৎ। অভিযোগ ছিল তিনি প্রথমে গলা টিপে ধরেন সুব্রতর। পরিস্থিতি সামলাতে রেফারি তাঁকে লাল কার্ড দেখান। তাতে আরও উত্তেজিত হন দেবজিৎ। পরে সুব্রতর হাতে ও কাঁধে আঘাত করেন তিনি। দেবজিতের বিরুদ্ধে আইএফএতে লিখিত অভিযোগ জানিয়েছিলেন সুব্রত। যার ভিত্তিতে তদন্ত হয়ে যাওয়ার পরেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।


আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের প্রচারে চমক? শহরে আসতে পারেন সহবাগ-হরভজন, ইডেন পর্যন্ত ব়্যালির পরিকল্পনা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial