নয়াদিল্লি: বর্তমানে ভারতীয় দলের বাইরেই রয়েছেন শিখর ধবন (Shikhar Dhawan)। তবে তিনি প্রথম একাদশে সুযোগ না পেলেও, মনে করা হচ্ছিল এশিয়ান গেমসে (Asian Games 2023) দ্বিতীয় সারির টিম ইন্ডিয়াকে (Team India) নেতত্ব দিতে দেখা যাবে তাঁকে। কিন্তু রুতুরাজ গায়কোয়াড়কে এশিয়ান গেমসের জন্য দলের অধিনায়ক নির্বাচিত করা হয়। দলে জায়গাই পাননি শিখর। তবে আশাহত না হয়ে ভারতীয় দলে ফেরার লক্ষ্যে বদ্ধপরিকর ৩৭ বছর বয়সি শিখর।


এশিয়ান গেমসের জাতীয় দলে সুযোগ না পেয়ে তিনি খানিকটা যে অবাকই হয়েছেন, তা মেনে নিচ্ছেন শিখর ধবন। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শিখর বলেন, 'আমার নাম (এশিয়ান গেমসের) দলে না থাকায় খানিকটা চমকেই গিয়েছিলাম। তবে তারপর নিজেকে বোঝাই যে ওরা হয়তো পৃথক ভাবনাচিন্তা করছে এবং সেটা মেনে নেওয়া ছাড়া কোনও উপায় নেই। রুতু দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়ায় আমি খুবই খুশি। দলে প্রচুর তরুণ ক্রিকেটার রয়েছে এবং আমি নিশ্চিত ওরা ভাল পারফর্ম করবে।'


বহুদিন আগেই ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছেন শিখর। তারপরেও অবশ্য বেশ কিছুদিন ভারতীয় ওয়ান ডে দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল শিখরকে। রোহিতের অনুপস্থিতিতে বেশ কিছু ম্যাচে শিখরকে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতেও দেখা গিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে শুভমন গিলের দুরন্ত পারফরম্যান্সের পরে ওয়ান ডে দল থেকেও বাদ পড়তে হয় শিখরকে।


তবে আশাহত হতে নারাজ শিখর। তিনি বলেন, 'আমি (প্রত্যাবর্তনের জন্য) তৈরি থাকব। সেই কারণেই তো আমি নিজেকে সবসময় ফিট রাখি। ফেরার সম্ভাবনা এক শতাংশ থাক বা ২০ শতাংশ, সেটা তো সম্ভাবনাই। আমি (নিজের ভবিষ্যত নিয়ে) কোনও নির্বাচকের কোনও কথা বলিনি। তবে আমি এনসিএতে যাই। ওখানে যাওয়াটা উপভোগ করি। ওখানকার পরিষেবা দারুণ। এনসিএ আমার কেরিয়ারের উন্নতিতে অনেক সাহায্য করেছে এবং আমি তার জন্য খুবই কৃতজ্ঞ। আর আইপিএলের জন্যও তো নিজেকে তৈরি করতে হবে। আমি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলব এবং আশা করি, বিজয় হাজারে ট্রফিতেও অংশগ্রহণ করব।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ফের বিশ্বকাপের আগে চর্চায় ভারতীয় দলের চার নম্বর ব্যাটিং পজিশন, উদ্বেগ প্রকাশ রোহিতের