কলকাতা: ডুরান্ড কাপের ডার্বিতে পরাজয়ের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। এবার কলকাতা লিগে (Calcutta Football League)। যে টুর্নামেন্টে দুরন্ত ফর্মে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। তবে মঙ্গলবার আটকে গেল আর্মি রেডের কাছে।


কলকাতা লিগে গোলের প্লাবন চলছিল মোহনবাগানের। একাধিক ম্যাচে ৫ গোল দিয়েছে সবুজ মেরুন শিবির। তবে এদিন কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানের জয়রথ থামিয়ে দিল আর্মি রেড। কলকাতা লিগে কল্যাণী স্টেডিয়ামে আর্মি রেডের সঙ্গে মোহনবাগানের ম্যাচ শেষ হল ২-২ গোলে।


ডুরান্ড কাপে ডার্বি হারের পর এই প্রথম কলকাতা লিগের ম্যাচ খেলতে নামে বাগান। যদিও ডুরান্ডে খেলেছে মোহনবাগানের আইএসএলের দল। কলকাতা লিগে সুযোগ দেওয়া হচ্ছে নতুনদের। 


মঙ্গলবার আর্মি রেডের বিরুদ্ধে প্রথমার্ধে দুর্দান্ত ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে রক্ষণ নিয়ে অনেকটাই সমস্যায় পড়ে যায় মোহনবাগান। যদিও প্রথমার্ধে এগিয়েই থাকে মোহনবাগান। ২১ মিনিটের মাথায় ভিয়ান মুর্গডের গোলে এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধে কোনও গোলের মুখ দেখতে পারেনি আর্মি রেড। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মোহনবাগান


দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটের মাথায় সমতা ফেরায় আর্মি রেড। সুখপ্রীত সিংহের গোলে ১-১ হয় ফলাফল। তার ১২ মিনিটের মাথায়, ৫৯ মিনিটে রবি বাহাদুরের পাস থেকে গোল করেন মোহনবাগানের কিয়ান নাসিরি। ২-১ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন।


 






সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই চালাতে থাকে আর্মি রেড। ম্যাচের একেবারে শেষের দিকে অতিরিক্ত সময়ে অর্থাৎ ৯৩ মিনিটের মাথায় বক্সের ভিতরে বাগান ফুটবলার হ্যান্ড বল করায় পেনাল্টি আদায় করে নেয় আর্মি। সেখান থেকে গোল করে সমতা ফেরান মন্টি। এরপর আর গোল করতে না পারায় ২-২ ড্র হয় এই ম্যাচ।                                                                          




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial