নয়াদিল্লি: এশিয়ান গেমসের আগে বড় ধাক্কা ভারতীয় কুস্তিতে (Wrestling)। চোটের জন্য টুর্নামেন্টে থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগাত (Vinesh Phogat)। হাঁটুর চোটে ভুগছিলেন এই ভারতীয় মহিলা কুস্তিগীর। মুম্বইয়ে অস্ত্রোপচার হবে, এমনটাই জানিয়েছেন ভিনেশ। ২৮ বছরের এই কুস্তিগীর নিজের সোশ্যাল মিডিয়ায় এই খবরের সত্যতা সম্পর্কে নিশ্চয়তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ''আমি অত্যন্ত খারাপ একটি খবর সবার সঙ্গে ভাগ করে নিতে চলেছি। কিছুদিন আগে ১৩ আগস্ট অনুশীলনের সময় আমি আমার বাঁ হাঁটুতে চোট পাই। যাবতীয় পরীক্ষা ও স্ক্যানের পর চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে একমাত্র অস্ত্রোপচার ছাড়া আর কোনও বিকল্প নেই। আগামী ১৭ আগস্ট আমি মুম্বইয়ে অস্ত্রোপচার করাব।'' চিনে আয়োজিত হতে চলা এবারের এশিয়ান গেমসে অংশ নিতে না পারা নিয়ে হতাশাও ব্যক্ত করেছেন ভিনেশ।
২০১৮ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় কু্স্তিগীর বলছেন, ''এটা আমার স্বপ্ন ছিল যে এবারের এশিয়ান গেমসেও সোনা জয়ের। ২০১৮ সালে জাকার্তাতে সোনা জিতেছিলাম আমি। কিন্তু এই চোট আমাকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দিল। আমি কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়ে দিয়েছি, যাতে পর্যাপ্ত সময় পাওয়া যায় বিকল্প প্লেয়ার পাঠাতে পারে।''
ভিনেশ আরও বলেন, ''আমি সব ভক্তদের কাছে অনুরোধ করব যাতে আমাকে সমর্থন করে যান তাঁরা। আমি যাতে আরও শক্তিশালী হয়ে ম্যাটে ফিরতে পারি। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের জন্য নিজেকে প্রস্তত করতে পারি।" উল্লেখ্য, ভিনেশের ঝুলিতে রয়েছে ২ বার কমনওয়েলথ গেমসে সোনা ও ১ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ।
এদিকে এই চোটের জন্য এবার বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপেও নামতে পারবেন না ভিনেশ। আগামী ২৫ আগস্ট থেকে পাতিয়ালাতে ট্রায়াল রয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়ান গেমস। অন্যদিকে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা ১৬ সেপ্টেম্বর থেকে।
আয়ারল্যান্ড সফরে উড়ে গেল ভারতীয় দল
ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শেষ। এবার ভারতীয় দলকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের পরবর্তী সিরিজ খেলতে দেখা যাবে। ১৮ তারিখ থেকে শুরু হবে সেই সিরিজ। তার আগে আজ, ১৫ অগাস্টই দেশ ছাড়ল টিম ইন্ডিয়া।
ওয়েস্ট ইন্ডিজ় সিরিজে খেলা সিংহভাগ ক্রিকেটাররা আইরিশদের বিরুদ্ধে সিরিজে নেই। একেবারেই তরুণ এক দলকে খেলতে দেখা যাবে আইরিশদের বিরুদ্ধে। সামনেই এশিয়া কাপ, বিশ্বকাপ। খেলোয়াড়দের খানিকটা বিশ্রাম দিতে এবং তাঁদের ওয়ার্কলোড ম্যানেজ করার উদ্দেশ্যেই দ্বিতীয় সারির এক ভারতীয় দলকে এই সিরিজের জন্য বেছে নিয়েছেন ভারতীয় নির্বাচকরা। ভারতীয় দলকে এই সিরিজে নেতৃত্ব দিতে দেখা যাবে যশপ্রীত বুমরাকে। সেই সিরিজের জন্য বিমানে রওনা দিলেন বুমরারা। বিসিসিআইয়ের তরফে ভারতীয় দলের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'আয়ারল্যান্ড, আমরা আসছি।'