দোহা: পর্তুগালের বিরুদ্ধে তার কিছুক্ষণ আগেই জয় পেয়েছিল দক্ষিণ কোরিয়া (South Korea)। তখনও মাঠে নামেনি তিতের দল। অঘটনের বিশ্বকাপে আরও একটা অঘটন হবে? কিন্তু তেমনই হল। খাতায়-কলমে অনেকটাই দুর্বল। ধারে ভারেও পিছিয়ে থাকা ক্য়ামেরুনের বিরুদ্ধে গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে হেরে গেল ব্রাজিল। 


খেলার শুরুতে অনেকগুলো সুযোগ পেয়ে গিয়েছিল তিতের দল। বারবার ক্যামেরুনের বক্সে হানা দিচ্ছিলেন ব্রাজিলের ফুটবলাররা। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে মাঠে নামলেও যেহেতু শেষ ষোলোর টিকিট আগেই পাকা হয়ে গিয়েছিল, তাই একাদশে একাধিক পরিবর্তন করেছিলেন তিতে। জেসুস, ফ্রেডদের বসিয়েই রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের নিয়ে একাদশ গঠন করেছিলেন তিতে। কিন্তু গোলমুখ খুলতে পারলেন না ব্রাজিলের ফুটবলাররা। দক্ষিণ কোরিয়া যেমন ৯০ মিনিটের পর ইনজুরি টাইমে গোল করে শেষ ষোলাের টিকিট পাকা করেছিল দক্ষিণ কোরিয়া। এই ম্যাচেও ৯২ মিনিটের মাথায় ক্য়ামেরুনের ১০ নম্বর জার্সির আবুবাকার গোলে জয় নিশ্চিত করে ক্য়ামেরুন। বিশ্বকাপের মঞ্চে এই প্রথম আফ্রিকার কোনও দেশের বিরুদ্ধে হারল ব্রাজিল। 


শেষ লগ্নে দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়া


বিশ্বকাপের প্রথম দুই গ্রুপ পর্বের ম্যাচে একটিও জিততে পারেনি দক্ষিণ কোরিয়া। উরুগুয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করলেও, ঘানার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ হারতে হয়েছিল দক্ষিণ কোরিয়াকে। বিশ্বকাপের পরের পর্বে পৌঁছতে হলে পর্তুগালকে হারানোর পাশাপাশি উরুগুয়ে ম্যাচের ফলাফলের ওপরেই নির্ভরশীল ছিলেন সন হিউং-মিনরা। 


ম্যাচের শুরুতেই রিকার্ডো হোর্তার গোলে পিছিয়ে পড়লেও কিম ইয়ং-গন ২৭ মিনিটে কোরিয়াকে সমতায় ফেরান। তবে ড্র পরের পর্বে পৌঁছনোর জন্য যথেষ্ট ছিল না। যখন মনে হচ্ছিল ম্যাচ ড্র হবে এবং কোরিয়া বাধ্য হয়েই বিশ্বকাপ থেকে বিদায় নেবে, ঠিক সেই সময়ই দলের হয়ে ৯১তম মিনিটে গোল করে হোয়াং হি-চ্যান। এই গোলেই জয় ২-১ জয় পেল দক্ষিণ কোরিয়া।


জিতেও ছিটকে গেল উরুগুয়ে


২০১০ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে-ঘানার ম্য়াচ আজও সবার স্মৃতিতে অমলিন। আরও স্পষ্ট করে বললে ম্যাচের শেষ মুহূর্তে হাত দিয়ে লুই সুয়ারেজের নিশ্চিত গোল আটকে যাওয়া এবং তার ফলশ্রুতিতে আসামোয়া জিয়ান পেনাল্টি মিস করায় সুয়ারেজের সেলিব্রেশন এখনও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে স্পষ্ট। সেবার সেমিফাইনালে ঘানাকে হারিয়ে নিজেদের জায়গা পাকা করেছিল উরুগুয়ে। সেই ঘটনার ১২ বছর পর ফের একবার ঘানার বিরুদ্ধে বিশ্বকাপে মাঠে নেমেছিল উরুগুয়ে।


এবারেও ঘানার তারকা পেনাল্টি মিস করলেন। উরুগুয়ে ২-০ জিতলেও, পর্তুগাল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ২-১ হারায় বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল উরুগুয়ে। দক্ষিণ কোরিয়া উরুগুয়ের থেকে বেশি গোল করায় বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সুয়ারেজরা।