সৌভিক মজুমদার, ঋত্বিক প্রধান , আশাবুল হোসেন, কলকাতা : কাঁথি ( Kanthi ) থেকে ডায়মন্ড হারবার (Diamond Harbor )। দূরত্ব ৮৬ কিলোমিটার। কিন্তু শনিবার দুই সাগর পাড়ের জেলায়, দুই হেভিওয়েটের সভা ঘিরে এখন ফুটছে বঙ্গ রাজনীতি। এক ঘণ্টার অন্তরে সভা দু’ই শিবিরের দুই হেভিওয়েটের! আর তা ঘিরেই এখন সাজো সাজো রব, টান টান উত্তেজনা!

আরও পড়ুন : 


জেলা জেলা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে।




' হিম্মত থাকলে যা করার করে নে '


কাঁথিতে অধিকারী পরিবারের বাড়ি শান্তিকুঞ্জের অদূরে প্রভাতকুমার কলেজের মাঠে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! বিধানসভা নির্বাচনের আগে এই কাঁথিতেই শুভেন্দু অধিকারীর বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরের জনসভা থেকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন অভিষেক! বলেছিলেন, 'অধিকারী গড় আবার কী। এটা জেলার মানুষের গড়। ফেসবুকে ভিডিয়ো ছেড়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই। তোর বাপ কে বল শান্তিকুঞ্জের পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, হিম্মত থাকলে যা করার করে নে, আয়। চার আনার নকুল দানা, তার আবার ক্যাশমেমো।'


অন্যদিকে অধুনা বিধানসভায় বিরোধী দলনেতা বারবার পাল্টা আক্রমণ শানিয়েছেন 'তোলাবাজ ভাইপো-গরুচোর ভাইপো-কয়লা চোর ভাইপো' বলে।


TMC রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' বিপুল জনসমাগম হবে৷ রেকর্ড ভিড় হবে। আমরা সংগঠকরা ভাবছি, এত লোকের আবদার মেটানো হবে কি করে? কাল নির্ধারিত সভাই হবে অপব্যাখ্যা হচ্ছে। ডায়মন্ড হারবার অভিষেক বন্দোপাধ্যায়ের কেন্দ্র৷ কাঁথি তৃণমূলের প্রতীকে জেতা কেন্দ্র ৷ ওটা আবার গড় কোথায়? নিজের ওয়ার্ডে পুরসভায় হেরে যায়৷ মানসিক রোগ, অভিষেক ফোবিয়ায় ভুগছে '