মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) প্রথম দুই ম্যাচেই পরাজিত হয়েছে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের বিরুদ্ধে ১ রানে পরাজিত হয়েছিল পাক দল। কাটা ঘায়ে নুনের ছিটের মতো জিম্বাবোয়েও বাবর আজমের (Babar Azam) নেতৃত্বাধীন দলকে ১ রানে পরাজিত করে। বিশ্বকাপের শুরুতেই দুই ম্যাচ হারলেও পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছনোর আশা কিন্তু এখনই শেষ হয়ে যায়নি।
শীর্ষে ভারত, পাঁচে পাকিস্তান
বর্তমানে গ্রুপ ২-র শীর্ষে রয়েছে ভারত। +১.৪২৫-র নেট রান রেট থাকায় ভারতীয় দল বেশ ভাল জায়গাতেই আছে। জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টির জন্য আয়োজিত হতে পারেনি। তাদের দখলে ভারতের থেকে এক কম, তিন পয়েন্ট রয়েছে। ছয় দলের মধ্যে পাঁচ নম্বরে পাকিস্তান। বাবররা বিশ্বকাপে নিজেদের দুই ম্যাচেরই শেষ বলে পরাজিত হয়েছেন। তাঁদের সেমিফাইনালে পৌঁছনোর রাস্তাটা যে বেশ কঠিন, সেই নিয়ে কোনও দ্বিমত নেই। অবশ্য কঠিন হলেও, পাকিস্তানের শেষ চারে যোগ্যতা অর্জন করা কিন্তু অসম্ভব নয়। সেমিফাইনালে পৌঁছতে পাকিস্তানকে সবার প্রথমে নিজেদের বাকি তিন ম্যাচের প্রত্যেকটিই ম্যাচই জিততে হবে। তবে শুধু নিজেদের জিতলেই হবে না, বাবরদের ভাগ্যের সহায়তাও প্রয়োজন।
প্রোটিয়াদের হারাতেই হবে
ভারত, জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই দল যদি নিজেদের বাকি তিন ম্যাচের অন্তত দুইটি জিতে যায়, তাহলে পাকিস্তানের চাপ অনেকটাই বেড়ে যাবে। সেক্ষেত্রে নেট রান রেট বড় ভূমিকা পালন করতে পারে। নেট রান রেটের বিচারে সেমিতে পৌঁছনোর বিষয় হলে কিন্তু তেম্বা বাভুমার দলই এগিয়ে। প্রোটিয়া দলের নেট রানরেট (+৫.২০০) দারুণ। সেখানে পাকিস্তান অনেকটাই পিছনে (-০.০৫০)। তাই পাকিস্তানকে সেমিতে পৌঁছতে হলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ম্যাচটি বিরাট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই দুই দলের মধ্যে যে ম্যাচটি জিতবে, তাঁরা বিশ্বকাপের শেষ চারে কোয়ালিফাই করার দিকে অনেকটাই এগিয়ে যাবে। আগামী বৃহস্পতিবার প্রোটিয়া দলের বিরুদ্ধে মাঠে নামবেন বাবররা। এছাড়া এই রবিবারে নেদারল্যান্ডস ও পরের রবিবারে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। তাঁরা শেষ পর্যন্ত সেমিফাইনালে পৌঁছতে পারবেন কি না, তার জবাব সময়ই দেবে।
আরও পড়ুন: মেলবোর্নে বৃষ্টিতে ভেস্তে গিয়েছে একাধিক ম্যাচ, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ ভনের