গতকালের জয়ের সুবাদে ভারতীয় এ দল ৪-১ ফলে সিরিজ পকেটে পুরে ফেলেছে। আর হরভজন ট্যুইট করেছেন, কেন সঞ্জুকে একদিনের টিমে চার নম্বরে ভাবা যায় না? দারুণ টেকনিক, মাথাটাও ঠান্ডা। বিবেচনাবোধ আছে। আজ দক্ষিণ আফ্রিকার এ-র বিরুদ্ধে ভাল খেলেছে। একই সুরে গম্ভীর চন্দ্রযান-২ এর অভিযানের অনুষঙ্গ টেনে ট্যুইট করেছেন, হ্যাঁ, হরভজন, চলতি ফর্ম, স্কিল ধরে রেখে এই দক্ষিণী স্টার, সঞ্জু স্যামসন চাঁদের দক্ষিণ মেরুতেও ব্যাট করতে পারবে! এই বিস্ময়কর ব্যাটসম্যানকে বয়ে নিয়ে যাওয়ার জায়গা কি বিক্রমে আছে! ৪৮ বলে ৯১। দারুণ খেলেছে সঞ্জু দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে।
শুধু মাঠেই নয়, গোটা ক্রিকেট দুনিয়ায় নিজের ইতিবাচক মানসিকতার ছাপ ফেলেছেন সঞ্জু। ৫ ম্যাচের সিরিজ শেষে তিনি ২টিতে খেলে ম্যাচ ফি হিসাবে পাওয়া দেড় লক্ষ টাকা গ্রাউন্ডসম্যানদের ডোনেট করেছেন। গোটা সিরিজটা ভিজে আউটফিল্ড থাকায়, বারবার বৃষ্টির বাধায় খুব পরিশ্রম করতে হয়েছে তাঁদের। পরে তিনি বলেছেন, গ্রাউন্ডসম্যানদের কৃতিত্ব, ধন্যবাদ দিতেই হবে। ওঁদের জন্য ম্যাচ খেলা সম্ভব হল। মাঠ ভেজা থাকলে খেলাটা হতে পারত না। তাই আমি ম্যাচ ফি ওঁদের দেওয়ার সিদ্ধান্ত নিলাম।